Arijit Singh: গান থামিয়ে হাঁটু গেড়ে কাকে প্রণাম অরিজিতের? মেগা চমকে জমল কনসার্ট

Arijit Singh: যে ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পলকে তা সকলের নজরের জায়গা করে নেয়। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি তা ভাইরাল। এখানেই শেষ নয়, রণবীর কাপুর যখন তাঁর ভক্তদের সঙ্গে দেখা করতে ব্যস্ত ছিলেন, মঞ্চে তখন অ্যানিম্যাল ছবির গান ধরে ছিলেন অরিজিৎ।

Arijit Singh: গান থামিয়ে হাঁটু গেড়ে কাকে প্রণাম অরিজিতের? মেগা চমকে জমল কনসার্ট
টাইগার থ্রি ছবিতে গান গাইতে শোনা গিয়েছে গায়ক অরিজিৎ সিংকে। রয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া ছবি অ্যানিম্যাল-এও তাঁর গান। অরিজিৎ মানেই এখন ভক্ত মনে উত্তেজনা।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 3:30 PM

শত বাধা পেরিয়ে ৪ নভেম্বর অরিজিৎ সিং-এর চণ্ডিগড়ের কনসার্ট অবশেষে সফল হল। তবে শুধু সলমন নয়, চমকের ঝুলি এতটাই ভরে উঠল ভক্তদের, যে উপস্থিত সকলেই একটা সময় নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না। কনসার্টের মাঝেই মঞ্চে এ কী ঘটে গেল? প্রতিবারের মতোই সকলকে বিভোর করে গান ধরেছিলেন গায়ক অরিজিৎ সিং। এরই মাঝে মঞ্চে আচমকাই উঠে এলেন রণবীর কাপুর। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি অ্যানিম্যাল। তারই গান মুক্তি পেয়েছে সদ্য। অরিজিৎ সিং-এর কণ্ঠে সাতরঙ্গা। সেই গানের প্রচারেই চণ্ডিগড় কনসার্টে উপস্থিত হলেন রণবীর কাপুর। মঞ্চে উঠেই তিনি মাটিতে মাথা ঠেকিয়ে প্রমাণ জানান অরিজিৎ সিং-কে।

পাল্টা অরিজিৎ সিংও মাটিতে হাঁটু গেড়ে বসে প্রমাণ জানালেন পাল্টা। যে ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পলকে তা সকলের নজরের জায়গা করে নেয়। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি তা ভাইরাল। এখানেই শেষ নয়, রণবীর কাপুর যখন তাঁর ভক্তদের সঙ্গে দেখা করতে ব্যস্ত ছিলেন, মঞ্চে তখন অ্যানিম্যাল ছবির গান ধরে ছিলেন অরিজিৎ। জায়েন্ট স্ক্রিনে গানের ভিডিয়ো ফুটে ওঠে। এক অন্য পরিবেশ সৃষ্টি হয়েছিল পলকে। অরিজিৎ সিং ও রমবীরের এই যুগলবন্দীতে সকলেই এক কথায় মুক্তি। এদিন কনসার্টে উপস্থিত দর্শকদের জন্য ছিল উপরি পাওনা।

প্রসঙ্গত ডিসেম্বরের শেষেই মুক্তি পেতে চলেছে এই ছবি, যার গান মুক্তি পেতেই দর্শক দরবারে জনপ্রিয়। অরিজিৎ সিং বর্তমানে যাই গান, তাই যেন হিট। ছবির ক্ষেত্রে দর্শকদের কাছে এক বাড়তি পাওনা। তাই সলমনও অভিমান ভুলে তাঁকে নিলেন দলে। আগামী ছবি টাইগার থ্রি-র জন্য গান গেয়েছেন গায়ক।