Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Khal Nayak: ‘চোলি কি পিছে’ গেয়েছি শুনে মা…’, ৩০ বছর আগের স্মৃতি হাতড়ালেন ইলা অরুণ

Khal Nayak: গানটি 'খলনায়ক' ছবির। যা মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। গানটি গেয়েছিলেন ইলা অরুণ ও অলকা ইয়াগনিক।

Khal Nayak: 'চোলি কি পিছে' গেয়েছি শুনে মা...', ৩০ বছর আগের স্মৃতি হাতড়ালেন ইলা অরুণ
গানটি আপনার কেমন লাগে?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 7:04 PM

 

সামনে দাঁড়িয়ে রণবীর সিং। মারাত্মক রেগে গিয়ে চূর্ণী গঙ্গোপাধ্যায়কে বলছেন, “চোলি কে পিছে ব্রা হ্যায়, ব্রা’। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির এই দৃশ্যের কথা মনে আছে নিশ্চয়ই? ৩০ বছর আগে যে গান নিয়ে হয়েছিল হইচই, নারীদেহের দিকে কদর্য ইঙ্গিতের অভিযোগে যে গান নিয়ে হয়েছিল প্রতিবাদ– সেই গানেরই জবাব দিয়েছিলেন চূর্ণী। ওই গানটি ‘খলনায়ক’ ছবির। যা মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। গানটি গেয়েছিলেন ইলা অরুণ ও অলকা ইয়াগনিক। সে সময় গানটি গেয়ে কেমন অভিজ্ঞতা হয়েছিল ইলার? বহু বছর পর সেই উত্তরই দিলেন তিনি।

 

জানালেন, প্রথমেই নির্মাতারা ভেবেছিলেন আর যাই হোক না কেন, এ গান তিনি কিছুতেই গাইবেন না। ইলার কথায়, “কিন্তু আমি থিয়েটারের মানুষ। তাই লোকসঙ্গীতের সঙ্গে পরিচিতি আমার আগেই ঘটেছিল। এই গানে সেই দুষ্টুমি ছিল।” তিনি রাজি হলেও এই গান গাওয়ার পরবর্তী অভিজ্ঞতা কিন্তু মোটেও খুব একটা ভাল হয়নি তাঁর। ইলা জানান, তাঁর মাও খুশি হননি তিনি এই গাম গাওয়ায়। তাঁর কথায়, “মা বলে, ‘এ সব কী গান? নিজের তারকাসত্ত্বা এতটাই নামিয়ে দিও না যে যা ইচ্ছে গাইবে’। পরে যদিও উনি বুঝেছিলেন গানটা অতটাও খারাপ না।” অভিজ্ঞতা আরও রয়েছে। তিনি কোনও অনুষ্ঠানে ওই গান গাইতে গেলেও বাধার সম্মুখীন হয়েছেন। যদিও ওই গান আজও হিট। আজও ওই গান নিয়ে চর্চা সর্বত্র।