Eid 2023: ‘বেচারা’ বলে অতীতে কটাক্ষ, অবশেষে ইদের রাতেই সন্ধি হল কঙ্গনা-আমিরের?
Aamir-Kangana: এই তো গত ফেব্রুয়ারির কথা। আমির খানকে প্রকাশ্যেই তুলোধনা করেছিলেন কঙ্গনা রানাওয়াত। 'বেচারা' আখ্যা দিয়ে লিখেছিলেন এক লম্বা পোস্ট। শুধু কি তাই? 'লাল সিং চাড্ডা' ফ্লপ হওয়ার পর আমিরকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
এই তো গত ফেব্রুয়ারির কথা। আমির খানকে প্রকাশ্যেই তুলোধনা করেছিলেন কঙ্গনা রানাওয়াত। ‘বেচারা’ আখ্যা দিয়ে লিখেছিলেন এক লম্বা পোস্ট। শুধু কি তাই? ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ হওয়ার পর আমিরকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তবে ইদের রাতেই কি তবে হল সন্ধি? অন্তত এমনটাই মনে করছেন নেটিজেনরা। আর সেই সন্ধির নেপথ্যে বড় ভূমিকা পালন করেছে সলমন খানের পরিবার! আভাস কিন্তু তেমনটাই। ইদ উপলক্ষে প্রতিবারই বড় পার্টির আয়োজন করেন সলমন খানের ছোট বোন অর্পিতা খান। এবারেও আয়োজন করেছিলেন। তাতে ঢল নেমেছিল তারকাদের। সলমন খান তো হাজির ছিলেনই। হাজির ছিলেন কার্তিক আরিয়ান থেকে শুরু করে ক্যাটরিনা কাইফও। দেখা গিয়েছিল আমির খানকেও। আর ওই পার্টিতে দেখা গিয়েছিল বলিউডের কুইন অর্থাৎ কঙ্গনা রানাওয়াতকেও। এমনিতে বলিউডের হাই প্রোফাইল পার্টিতে দেখা যায় না তাঁকে। নিন্দুকেরা বলে তাঁর ব্যবহারের জন্য বেশিরভাগ ‘বলিউড বিগি’জ’ এড়িয়েই চলেন তাঁকে। তবে খান পরিবারের ক্ষেত্রে কিন্তু এমনটা দেখা গেল না। কঙ্গনা এলেন, এলেন তাঁর একদা ‘ভাল বন্ধু’ আমির খানও। প্রত্যক্ষদর্শীরা বলছেন, “বরফ গলেছে, কিছুটা হলেও স্বাভাবিক পরিস্থিতি”।
View this post on Instagram
গত ফেব্রুয়ারি মাসের ঘটনা। শোভা দে’র বই প্রকাশের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আমির খান। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, যদি শোভা দে’র জীবনী চরিত্রে কাউকে অভিনয় করতে হয় তবে কাকে নেওয়ার কথা বলবেন তিনি? আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোনের কথা বললেও কঙ্গনার নাম নেননি আমির। শোভা দে’ই মনে করিয়ে দিয়ে বলেন, কঙ্গনা ভাল অভিনেত্রী, তিনিও তাঁর চরিত্রে অভিনয়ের উপযোগী। আমির যদিও তাতে সম্মতি দেন। এর পরেই ভিডিয়োর একটি ক্লিপিংস শেয়ার করে কঙ্গনা আমিরকে লেখেন, “বেচারা খুব চেষ্টা করেছিল। ভান করছিল যে ও জানেই না আমি তিন বার জাতীয় পুরস্কার জিতেছি।” তিনি এও দাবি করেন, এক সময় আমিরের সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর। তবে তাঁর অভিযোগ হৃতিক রোশনের সঙ্গে তাঁর ঝামেলা হওয়ার পর থেকেই নাকি আমির তাঁকে এড়িয়ে চলেন। সে যাই হোক, ইদের রাতে কি মিটল সব মান অভিমান? নেটিজেনরা অনুমান করছেন তাই-ই।