Sana Saeed: বাগদান সারলেন ‘অঞ্জলি’, শাহরুখের সেই ‘ছোট্ট মেয়ের’ হবু স্বামী কে জানেন?

Sana Saeed: ছোট বেলায় চরম সাফল্য পেলেও বড় বেলায় বলিউডের সাফল্য যেন অধরাই থেকেছে তাঁর। করণ জোহর তাঁর ছবি 'স্টুডেন্ট অব দ্য ইয়ার'-এ এক পার্শ্বচরিত্রে তাঁকে নিয়েছিলেন ঠিকই, কিন্তু ছবিতে তাঁর করার কিছুই ছিল না।

Sana Saeed: বাগদান সারলেন 'অঞ্জলি', শাহরুখের সেই 'ছোট্ট মেয়ের' হবু স্বামী কে জানেন?
সানা সইদ।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2023 | 3:08 AM

‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সেই ছোট্ট অঞ্জলিকে মনে আছে? যার মিষ্টি টোল পড়া হাসি ভালবেসেছিলেন আপনিও। বাবার প্রিয় বন্ধুর কথা মাথায় রেখেই যার নাম রাখা হয়েছিল অঞ্জলি। মনে আছে তাঁকে? ছোটটি নয় সে আর। সেরে ফেলেছেন বাগদানও। অনস্ক্রিন অঞ্জলির আসল নাম সারা সইদ। আর তাঁর হবু স্বামী কে জানেন? নাম কাবা ওয়াগন্যর। বহু বছর ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। থাকেন লস এঞ্জেলসে। এক সংস্থার কর্ণধার তিনি। এ ছাড়াও তিনি সাউন্ড ডিজাইনারও। স্বপ্নের মতো বাগদান হয়েছে সানার। ঘরোয়া, তবে একেবারে অবাক হয়ে গিয়েছেন সানা। কেঁদেও ফেলেন আবেগে। সেই ভিডিয়োই শেয়ার করেছেন সামাজিক মাধ্যমেও। প্রেমের সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি তিনি। সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই প্রেমিকের সঙ্গে তাঁর নানা মুহূর্তের ছবি চোখে পড়বে।

ছোট বেলায় চরম সাফল্য পেলেও বড় বেলায় বলিউডের সাফল্য যেন অধরাই থেকেছে তাঁর। করণ জোহর তাঁর ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ এক পার্শ্বচরিত্রে তাঁকে নিয়েছিলেন ঠিকই, কিন্তু ছবিতে তাঁর করার কিছুই ছিল না। আলিয়াই নিয়ে গিয়েছিলেন লাইমলাইট। যদিও এর পর থেকেই আর সেভাবে তাঁকে বলিউডে দেখা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যাও নেহাতই মন্দ নয় তাঁর। তিনি ফিটনেস ফ্রিক, ভালবাসেন ট্রেক করতেও। আর তাঁর ছবি দেখতে ভালবাসেন তাঁর ‘ইনস্টা ফ্যাম’ও। বাগদান তো হল, বিয়ে কবে? সে উত্তর এখনও দেননি সানা।

View this post on Instagram

A post shared by Sana Saeed (@sanaofficial)