Madan Mitra: ‘মদনদা’র গানের শুটে বাথটবে ‘অচৈতন্য’ পিসি সরকারের মেয়ে, কী হল হঠাৎ?

Madan Mitra Viral Video: ছবির ক্যাপশনে লেখা, “বিশেষ সূত্র অনুযায়ী  আমাদের লুকানো ক্যামেরায় ধরা পড়েছে বিশিষ্ট ভার্সেটাইল অভিনেত্রী মৌবনী সরকারের টাকার বাথটাবে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা ছবি। কী এমন হল মৌবনী সরকারের?

Madan Mitra: ‘মদনদা’র গানের শুটে বাথটবে ‘অচৈতন্য’ পিসি সরকারের মেয়ে, কী হল হঠাৎ?
মদন মিত্র ও টিম
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 9:18 AM

বঙ্গের ‘ওহ লাভলি বয়’ মদন মিত্র সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরেই ভাইরাল। এবার একটি ভিডিয়োয় ‘ফরএভার গ্রিন’ মদন মিত্রের পাশে দেখা গেল এক সুন্দরী রমণীকে। রাজ সিংহাসনে বসে আছেন ‘রঙীন’ রাজনৈতিক নেতা মদন মিত্র। পাশেই একগুচ্ছ নোট হাতে দাঁড়িয়ে এক সুন্দরী। ইতিমধ্যেই ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মদন মিত্রের হাতেও নোট। অন্য দিকে, টাকা ভর্তি বাথটবে ‘অচৈতন্য’ অবস্থায় পাওয়া গেল ম্যাজিশিয়ান জুনিয়র পি.সি সরকারের ছোট মেয়ে মৌবনী সরকারকে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দেখা গিয়েছে এই ছবিও। এই দু’টি ঘটনার মধ্যে কি কোনও যোগসাজোশ রয়েছে? তারই রহস্য মন্থনে হাজির TV9 বাংলা ডিজিটাল।

মদন মিত্র বরাবরই ‘কালারফুল’। সুন্দরী দ্বারা পরিবৃত ‘মদনদা’কে আগেও  বিভিন্ন অবতারে দেখেছে গ্লোবাল বাঙালি। কিন্তু এবার একেবারে টাকার পাহাড়ে সুন্দরীর সঙ্গে তাঁকে দেখা গেল কোন ঘটনার সূত্রে? বিজেপি নেতা সজল ঘোষের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৯ জুন রাত্রি ৯টা বেজে ২ মিনিটে শেয়ার করা হয়েছে একটি ভিডিয়ো। সেখান থেকেই প্রকাশ্যে এসেছে গোটা বিষয়টা। ভিডিয়োটির ক্যাপশনে সজল ঘোষ লিখেছেন, “বাংলার তৃণমূল নেতা। জিও মদনদা!” বাংলার ‘ক্রাশ’কে ২০০০ আর ৫০০-র নোটের তাড়া হাতে দাঁড়িয়ে থাকা এক তরুণীর পাশে সিংহাসনে বসে থাকতে দেখেই কি খোঁচা দিয়েই এমনটা লিখলেন সজল ঘোষ? ভিডিয়োটিতে কী রয়েছে? সেখানে দেখা যাচ্ছে, সিংহাসনে বসে টাকা গুনছেন শাসকদলের নেতা মদন ‘ওহ লাভলি’ মিত্র। তাঁর পাশে দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গী করে একগুচ্ছ টাকার নোট গুনছেন এক তন্বী। এক দিকে যখন ‘মদনদা’র হাতে নোটের তাড়া, তখন অন্যদিকে গায়ক অভিজিৎ পাল তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেছেন একটি ছবি। কী দেখা যাচ্ছে সেখানে? দেখা যাচ্ছে টাকা ভর্তি এক বাথটবে ‘অচৈতন্য’ অবস্থায় পড়ে রয়েছেন ম্যাজিশিয়ান জুনিয়র পি.সি সরকারের ছোট মেয়ে মৌবনী সরকার। ছবির ক্যাপশনে লেখা, “বিশেষ সূত্র অনুযায়ী  আমাদের লুকানো ক্যামেরায় ধরা পড়েছে বিশিষ্ট ভার্সেটাইল অভিনেত্রী মৌবনী সরকারের টাকার বাথটাবে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা ছবি। কী এমন হল মৌবনী সরকারের? ছবির সত্যতা আমরা যাচাই করিনি। আপনারা প্লিজ খবর নিন।”

তাঁর এই পোস্ট রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি নিয়ে সব ধোঁয়াশা অবশ্য স্পষ্ট করে দিয়েছেন গায়ক স্বয়ং। জানিয়েছেন, বিখ্য়াত গায়ক নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে সম্প্রতি রেকর্ডিং সম্পন্ন হয়েছে একটি গানের। সেই গানের নাম: টাকার গান। আর এই গানেরই ভিডিয়ো শুটের জন্যই এতকিছু। ভিডিয়োয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ‘মদনদা’। রয়েছেন মৌবনীও। প্রসঙ্গত, সজল ঘোষের শেয়ার করা ভিডিয়োটি (যাতে মদন মিত্রকে নোট-হাতে তরুণীতে পাশে বসে থাকা অবস্থায় দেখা যাচ্ছে)-র কমেন্ট সেকশনেও উঠেছে ঝড়। কার্যত ট্রোলড হতে হয়েছে ‘মদনদা’কে।

নচিকেতা তাঁর গানের মাধ্যমে সময়ের কথা বলেন, সমাজের কথা বলেন। আর এবারও বাংলার উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই গান। যার গীতিকার অভিজিৎ নিজেই। সুরকার সৌম্যদীপ হালদার। এই গান নাকি ‘বোমা ফাটাতে’ পারে, এমনটাই দাবি অভিজিতের। তাঁর কথায়, “একজন শিল্পীর দর্শন হওয়া উচিত সমাজকেন্দ্রিক। ঠিক বা ভুল ধরিয়ে দেওয়া নয়, বরং শিল্পীর কাজ ঠিক বা ভুলকে চিনিয়ে দেওয়া। বাকিটা জনতা জনার্দন বুঝে নেবে।” এরই মাঝে অভিজিৎ মৌবনীর যে ছবি শেয়ার করেছেন, তাকে ঘিরেও তৈরি হয়েছে নানা বিতর্ক। এত টাকা কোথা থেকে এল? এগুলি কি কালো টাকা? দানা বাঁধছে নানা প্রশ্ন। তবে এসব প্রশ্নের কোনও উত্তর এখনই অভিজিৎ দেননি। উত্তর পাওয়ার জন্য আরও কিছুটা সময় ধৈর্য ধরতে হবে বলেই জানিয়েছেন তিনি।