Madonna: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ম্যাডোনা, বাতিল বিদেশ-সফর

Madonna: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পপ সঙ্গীতশিল্পী ম্যাডোনা। কী হয়েছে তাঁর?

Madonna: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ম্যাডোনা, বাতিল বিদেশ-সফর
অসুস্থ হয়ে হাসপাতালে ম্যাডোনা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 7:55 PM

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পপ সঙ্গীতশিল্পী ম্যাডোনা। ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শরীরে সংক্রমণ ঘটেছে জীবাণুর। আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়ায় তাঁকে ভর্তি করা হয় নিউ ইয়র্ক সিটি হাসপাতালে। অবস্থা এতটাই জটিল হয়ে যায় যে, আইসিইউতে স্থানান্তরিত করতে হয় এই সঙ্গীতশিল্পীকে। এখানেই শেষ নয়, তাঁর আপ্ত সহায়ক জানিয়েছেন, আগামী মাসে যে বিদেশ সফরের কথা ছিল ম্যাডোনার, তাও আপাতত বাতিল করা হয়েছে। এ প্রসঙ্গে গায়িকার ম্যানেজার আরও লেখেন, “এখনও চিকিৎসা চলছে তাঁর। আশা করছি উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন।”

আগামী ১৫ জুলাই থেকে ভ্যাঙ্কুবারে ম্যাডোনার এই বিদেশ সফরের প্রথম শো হওয়ার কথা ছিল, যা শেষ হত আগামী বছর। এর মধ্যে ছিল সিয়াটেল, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মেক্সিকো ও লন্ডনের মতো জায়গাগুলি। তবে আপাতত সেই ট্যুর স্থগিত। যদিও ম্যানেজার জানিয়েছেন সেই শো-গুলি রিশিডিউল করে আবার জানানো হবে। প্রসঙ্গত, এর আগেও গুরুতর অসুস্থ হয়েছেন গায়িকা। ২০০৫ ও ২০০৯ সালে ঘোড়ায় চড়তে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন। আবারও অসুস্থ তিনি। যদিও জানা গিয়েছে, আগের থেকে ভাল আছেন তিনি। গায়িকা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এমনটাই চাইছেন তাঁর অনুরাগীরা।

View this post on Instagram

A post shared by Guy Oseary (@guyoseary)