POCSO Act: ৯ বছরের শিশুকে যৌনাঙ্গ প্রদর্শন! পকসো আইনে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা
POCSO Act: ঠিক কী ঘটেছে? ওই দুই শিশুর বয়ান অনুযায়ী, গত ৪ জুলাই ত্রিসুরের একটি পার্কে ওই দুই শিশু যায়। হাজির হন ওই অভিনেতাও।
ঘৃণ্য ঘটনার সাক্ষী থাকল দেশ। ৯ ও ১৪ বছরের দুই শিশুকে যৌনাঙ্গ প্রদর্শনের ঘৃণ্য অভিযোগ উঠল মালায়ালাম অভিনেতা সৃজিত রবির বিরুদ্ধে। পকসো আইনে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে ওই অভিনেতার বিরুদ্ধে। তিনি জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। আপাতত ১৪ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন জনপ্রিয় ওই অভিনেতা।
ঠিক কী ঘটেছে? ওই দুই শিশুর বয়ান অনুযায়ী, গত ৪ জুলাই ত্রিসুরের একটি পার্কে ওই দুই শিশু যায়। হাজির হন ওই অভিনেতাও। আচমকাই এক পিলারের পিছনে লুকিয়ে ওই দুই শিশুকে নিজের গোপনাঙ্গ দেখাতে শুরু করেন ওই ব্যক্তি। তৎক্ষণাৎ বাড়িতে এসে ঘটনাটির বিবরণ দেয় ওই দুই শিশু। পরের দিনও পার্কে হাজির হয় তারা। হাজির ছিলেন সেই অভিনেতাও। কিন্তু ওই দিন তাঁদের বাবা-মা উপস্থিত ছিলেন বলে ওই কাজ করতে পারেননি বলেই পুলিশকে জানিয়েছে ওই দুই শিশুর অভিভাবকদের মধ্যে একজন। তবে অভিনেতার গাড়ির নম্বর লিখে রাখেন শিশুদ্বয়ের অভিভাবক। পুলিশে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশও। মেলে প্রমাণ। এর পরেই গাড়ির নম্বরের সূত্র ধরে সৃজিতের বাড়িতে পৌঁছে যায় পুলিশের দল। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁকে।
যদিও সৃজিতের আইনজীবীর দাবি, মানসিক সমস্যার শিকার ওই ব্যক্তি। তাঁর চিকিৎসা চলছে। এই মর্মে জামিনের আবেদনও করা হয় আদালতে। যদিও সৃজিতের ইতিহাস ঘেঁটে দেখা যায় এর আগেও শিশুনিগ্রহের ঘটনায় অভিযুক্ত হয়েছেন সৃজিত। যদিও সেই সময় জামিনে ছাড়া পেয়ে যান তিনি। জনপ্রিয় অভিনেতা টিজি রবির সন্তান সৃজিত। ২০০৫ সালে ছবির জগতে যাত্রা শুরু তাঁর। করেছেন ৭০-এরও বেশি ছবিতে অভিনয়।