Milind Soman: ‘নগ্নতায় আমার কোনও অস্বস্তি নেই’, বোল্ড ফটোশুট নিয়ে বিস্ফোরক হ্যান্ডসাম হাঙ্ক মিলিন্দ
Viral Photoshoot: রণবীরকে নিয়ে মাতামাতি হওয়ায় তিনি সাফ জানান, তিনি কিন্তু এই বিষয় ভীষণ স্বাচ্ছন্দ বোধ করেন। শুধু তাই নয়, তাঁর কথায় এটাই তাঁর বিশেষত্ব।
বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল রণবীর সিং-এর নগ্ন ফটোশুট। এক ফ্যাশন ম্যাগাজ়িনের জন্য এই শুট করে রীতিমত বিকর্তের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন রণবীর। নেটপাড়ার একাংশ যেমন প্রতিনিয়ত প্রশংসা করেছে এই সাহসী পদক্ষেপের, ঠিক তেমনই আবার কড়া সমালোচনার শিকার হতে হয়েছে তাঁকে। না, কেবল সমালোচনাই নয়, পাশাপাশি আইনি জটের মুখের পড়তে হয়েছে রণবীরকে। যা নিয়ে রীতিমত চর্চা চুঙ্গে। তবে নগ্ন ফটোশুট কি এই প্রথম! না, অতীতে এই শুটে বহু তারকাই রাজি হয়েছেন, হয়েছেন ভাইরালও।
সেই তালিকায় থাকা অন্যতম নাম হল মিলিন্দ সোনম। তিনি প্রথম থেকেই হ্যান্ডসাম হ্যাঙ্ক স্টার, হাজার হাজার মেয়ের স্বপ্নের পুরুষ। বয়সের ভারে বোল্ডনেস হারিয়ে ফেলা নয়, বরং দিন দিন তিনি যেন আরও নিজেকে সাহসী পোজে ভাইরাল করে তুলছেন। কেরিয়ারের শুরু থেকেই একাধিক বোল্ড ছবিতে ধরা দিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি।
তবে এবার রণবীরকে নিয়ে মাতামাতি হওয়ায় তিনি সাফ জানান, তিনি কিন্তু এই বিষয় ভীষণ স্বাচ্ছন্দ বোধ করেন। শুধু তাই নয়, তাঁর কথায় এটাই তাঁর বিশেষত্ব। মিলিন্দ আরও জানান, যে কোনও স্টারেরই তাঁর নিজের বিশেষত্ব জেনে রাখা প্রয়োজন। তিনিও জানেন, যে কোনও নগ্ন শুট হক বা বোল্ড ফ্যাশন হোক, সব সময় তা গ্রহণ করেছেন, এবং সেই কাজ সম্পূর্ণ করেছেন।
তাঁর কাছে এটা ভীষণ সহজ বিষয়। প্রতিটা ক্ষেত্রে তিনি এই ধরনের শুটের জন্য সর্বদাই তর্ক বিতর্কের কেন্দ্রে বারে বারে জায়গা করে নিয়েছেন। তবে তাকে খুব একটা গুরুত্ব দিতে পছন্দ করেন না তিনি। সেটিও স্পষ্ট করে জানিয়ে দিলেন মিলিন্দ। তাই নগ্নতা নিয়ে কোনও চর্চা তাঁর ক্ষেত্রে তাই খাটে না।