শ্রেয়ার পর মা হলেন গায়িকা নীতি মোহনও, পরিবারে খুশির মেজাজ
নীতির আরও এক বোন শক্তিও জনপ্রিয় নৃত্যশিল্পী। তিনি লেখেন, "আমাদের পরিবারের সবচেয়ে সুন্দর সংযোজন। মাসি ওভারডোজের জন্য তৈরি হয়ে যাও। ওকে দুহাতে ধরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।"
গত মাসের ২২ মে মা হয়েছিলেন শ্রেয়া ঘোষাল। আবারও খুশির হাওয়া সঙ্গীতজগতে । এ বার মা হলেন আর এক জনপ্রিয় গায়িকা নীতি মোহন। বুধবারই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এ কথা নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নীতি।
তিনি লেখেন, “ওই একরত্তিকে দুহাতে ধরার অনুভূতি অবর্ণনীয়। সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।” স্বামী নিহার পাণ্ড্যও ইনস্টাগ্রামে লেখেন, “আমার স্ত্রী আমায় আমাদের সন্তানকে সবকিছু শেখার সুযোগ করে দিয়েছে যা আমার বাবা আমায় শিখিয়েছে। মা এবং ছেলে দুজনেই সুস্থ আছে। আজ মুম্বইয়ে বৃষ্টি হচ্ছে। আমরা দেখলাম ‘সন-রাইজ’।”
View this post on Instagram
নীতির আরও এক বোন শক্তিও জনপ্রিয় নৃত্যশিল্পী। তিনি লেখেন, “আমাদের পরিবারের সবচেয়ে সুন্দর সংযোজন। মাসি ওভারডোজের জন্য তৈরি হয়ে যাও। ওকে দুহাতে ধরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।”
এ বছরই ফেব্রুয়ারির ১৫ তারিখ মা হওয়ার খবর ঘোষণা করেন নীতি এবং নিহার। অবশেষে ঘরে এল নতুন অতিথি। খুশি পরিবার। খুশি অনুরাগীরাও।
আরও পড়ুন- অমিতাভের বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রি উত্তাল, রেখাকে একদিন বাড়িতে ডেকে জয়া বললেন…