Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anushka Sharma: ‘এত গরম নিও না’, অনুষ্কাকে জয়া বচ্চনের সঙ্গে তুলনা নিন্দুকের

Virat-Anushka: মুম্বইয়ের মাটি ছুঁতেই বিরাট এবং অনুষ্কার দিকে ক্যামেরা তাক করেছিলেন পাপারাৎজ়িরা। এদিকে ভামিকার মুখ দেখানোই যাবে না। তাঁকে আড়াল করতে তৎপর ছিল তারকা দম্পতি। বাড়ির সহকারীদের সঙ্গে ভ্রু কুঁচকে কথা বলছিলেন অনুষ্কা। ভিডিয়ো পোস্ট হতেই বিষয়টি নজরে আসে নেটিজ়েনদের। অনুষ্কাকে তুলোধনা করেন তাঁরা।

Anushka Sharma: 'এত গরম নিও না', অনুষ্কাকে জয়া বচ্চনের সঙ্গে তুলনা নিন্দুকের
অনুষ্কা শর্মা।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 11:46 AM

১৯ নভেম্বর ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছে ভারত। তারপর থেকে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের মন খুবই খারাপ। মনমরা হয়ে রয়েছেন তাঁরা। কোনও কিছুতেই মনযোগ দিতে পারছেন না। বিশ্বকাপে ফাইনাল ছাড়া একটি ম্যাচও হারেনি ভারত। তাঁদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিকে মুম্বইয়ে ফিরেছেন ভারতীয় ক্রিকেটের তারকা খেলোয়াড় বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা শর্মা। সঙ্গে ছিল তাঁদের একরত্তি কন্যা ভামিকাও।

মুম্বইয়ের মাটি ছুঁতেই বিরাট এবং অনুষ্কার দিকে ক্যামেরা তাক করেছিলেন পাপারাৎজ়িরা। এদিকে ভামিকার মুখ দেখানোই যাবে না। তাঁকে আড়াল করতে তৎপর ছিল তারকা দম্পতি। বাড়ির সহকারীদের সঙ্গে ভ্রু কুঁচকে কথা বলছিলেন অনুষ্কা। ভিডিয়ো পোস্ট হতেই বিষয়টি নজরে আসে নেটিজ়েনদের। অনুষ্কাকে তুলোধনা করেন তাঁরা।

তারকা দম্পতিকে বেশ কঠিন দেখতে লেগেছিল সেই ভিডিয়োতে। এর কারণ ক্রিকেট বিশ্বকাপে ভারতের হার। কিন্তু নেটিজ়েনদের তাঁদের আচরণ দেখে মোটেই ভালো লাগেনি। এক নেটিজ়েন মন্তব্য করেছেন, “অনুষ্কা শর্মা, ঠিক আছে। এবার দয়া করে শান্ত হও।” অন্য এক নেটাগরিক লিখেছেন, “কত্ত গরম নিচ্ছে এই মহিলা। নিজে খেলে এসেছে নাকি মাঠ থেকে?” অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনুষ্কাকে তুলনা করেছেন জয়া বচ্চনের সঙ্গে। কিন্তু একাংশের নেটিজ়েন বিরাট-অনুষ্কাকে সমর্থন জানিয়ে বলেছেন, সেই সময় তাঁদের এই ব্যবহার হয় ছোট্ট মেয়ে ভামিকার জন্য।”