Body Shaming: নিজেই নিজেকে বডি শেম করলেন রশ্মিকা! বললেন, তিনি নাকি ‘বেলুন’
Rashmika Mandana: সম্প্রতি কার্তিক আরিয়ানের সঙ্গে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন রশ্মিকা। সেই বিজ্ঞাপনের ছবি পোস্ট করেছেন কার্তিক। সেই ছবি দেখেই এমন মন্তব্য রশ্মিকার।

তারকাদের অভিযোগ ও অভিমান এই নিয়ে যে, তাঁদের চেহারা এদিক থেকে ওদিক হলেই লোকে কু-কথা বলেন। চারপাশ থেকে ধেয়ে আসে ‘মোটা’, ‘অসুন্দর’-এর মতো মন্তব্য়। চেহারার কারণে তারকাদের হতাশা হওয়ার ঘটনাও তো নতুন কিছু নয়। এই তো সেদিনের ঘটনা। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারে অন্তঃসত্ত্বা স্ত্রী আলিয়া ভাটের চেহারা নিয়ে ব্যঙ্গ-তামাশা করেছিলেন রণবীর কাপুর। বলেছিলেন, আলিয়া চারদিক থেকে ছড়িয়ে পড়ছেন। একেই তিনি অন্তঃসত্ত্বা, চেহারায় বদল এসেছে। তার উপর নিজের স্বামীর থেকে ধেয়ে এসেছে এমন মস্করা! নেটিজ়েনরা নিন্দা করেছিলেন রণবীরের। পরে তাঁকে ক্ষমা চাইতে হয়েছিল। কিন্তু এ কী, নিজের পায়ে কেউ এভাবে কুড়ল মারে নাকি?
সম্প্রতি কার্তিক আরিয়ানের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন দক্ষিণ ভারতীয় তারকা রশ্মিকা মান্দানা। সেই ছবি কার্তিক শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে নজর কেড়েছে রশ্মিকার মন্তব্য।
কার্তিকের সঙ্গে সেই ছবিতে রশ্মিকার পেটের দিকটা সামান্য ফুলে রয়েছে। তাই দেখে নিজেকে ‘বেলুন’-এর সঙ্গে তুলনা করেছেন রশ্মিকা। নিজেই নিজেকে বডি শেম করেছেন অভিনেত্রী। নিজেই লোককে খারাপ কথা বলার সুযোগ করে দিয়েছেন। এমন ঘটনা দেখে নেটিজ়েনরাও চুপ নন। তাঁরা কিন্তু অভিনেত্রীকে খারাপ বলেননি। বরং বাহবা জানিয়েছেন তাঁর রূপ দেখে। বলেছেন, ‘সুন্দরী’।
‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে কাস্ট করা হয়েছিল রশ্মিকাকে। সেই ছবি এমনই ব্লকবাস্টার হয় যে, আল্লু এবং রশ্মিকা রাতারাতি গোটা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন। এমনকী, ভারতের বাইরেও এক লাফে বাড়ে তাঁদের ভক্ত সংখ্যা। এই মুহূর্তে বলিউডে কাজের অফার মিলছে দু’জনেরই। রশ্মিকাকে দেখা যাবে তাঁর আসন্ন বলিউড ছবি ‘গুডবাই’তে। ছবিতে অমিতাভ বচ্চন ও নীনা গুপ্তার কন্যার চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা। ট্রেলারও বেরিয়েছে সেই ছবির।





