Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

“কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই”, বিশ্ব সংগীত দিবসে তরুণ শিল্পীদের পরামর্শ লতা মঙ্গেশকরের

লতা মঙ্গেশকর রিমিক্স গানের তীব্র বিরোধী। তিনি বলেন “রফি সাব, কিশোর দা, আশা বা আমার গান অনুকরণ করা শুরু দিকে ঠিক আছে। তবে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিজস্ব কণ্ঠস্বর খুঁজে পেতে হবে।

“কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই”, বিশ্ব সংগীত দিবসে তরুণ শিল্পীদের পরামর্শ লতা মঙ্গেশকরের
লতা মঙ্গেশকর।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2021 | 8:38 PM

“কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই। কঠোর পরিশ্রম ব্যতীত আর কিছুই সফল হয় না,” বললেন প্রবাদপ্রতিম গায়িকা লতা মঙ্গেশকর। তিনি আরও বলেন, “আমি অন্যকে পরামর্শ দেওয়ার কে?” প্রত্যেকের নিজের-নিজের লড়াই রয়েছে। আমার জন্য যা কাজ করেছে তা অন্যের পক্ষে কাজ নাও করতে পারে।“ তাহলে সুরের দেবীর জন্য ঠিক কী কাজ করেছিল? প্রশ্নের উত্তরে লতা বলেন, “আমার স্ট্রাগল আমার জন্য ছিল না। আমার পরিবারের জন্য ছিল। আমি তখন খুব ছোট ছিলাম, যখন আমার বাবা মারা গেলেন। বড় মেয়ে হিসাবে আমার ভাইবোনদের দেখাশোনা করার দায়িত্ব ছিল। আমার তিন বোন এবং এক ভাই আমার ভরসায় ছিল। যেহেতু আমার কাছে শুধুমাত্র গানই ছিল তাই আমি জানতাম যে আমি আমাকে সুতির শাড়ি এবং চপ্পল পরে মুম্বইয়ের স্টুডিওগুলোয় ঘুরতে হবে, শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ট্রেনে করে যেতে হত। প্রায়ই খালি পেটে ঘুরতে হত। নওশাদ সাব এবং সাজ্জাদ হুসেন সাহাবের মতো দারুণ সুরকার আমাকে দুপুরে খাবারের প্রস্তাব দিতেন… ”

লড়াই, শিল্পী জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করেন লতা মঙ্গেশকর। “যদি আপনি কষ্ট না করেন তবে আপনি কীভাবে দু়ঃখকষ্টের গান গাইবেন? আজকের প্রজন্মের কাছে এটা তুলনামূলক সহজ। গান কম্পিউটারে রেকর্ড হয়। আমাদের সময়ে লাইভ রেকর্ডিংয়ে প্রায় ১০০ জন অর্কেস্ট্রা বাজানো হত। আমরা যখন রফি সাব, আমি, কিশোরদা গান গাইতাম একসঙ্গে মাইক ভাগ করে নিতাম। আজকাল ডুয়েট গান দুটি অন্য জায়গা থেকে রেকর্ড হয়। আবেগ সেখানে অনুপস্থিত।”

লতা মঙ্গেশকর রিমিক্স গানের তীব্র বিরোধী। তিনি বলেন “রফি সাব, কিশোর দা, আশা বা আমার গান অনুকরণ করা শুরু দিকে ঠিক আছে। তবে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিজস্ব কণ্ঠস্বর খুঁজে পেতে হবে। এ কারণেই পুরানো ক্লাসিক গানের কভার গাওয়া অপ্রযোজনীয়। একটি অনুকরণ একটি অনুকরণই। এটি আপনাকে কোনও জায়গায় নিয়ে যেতে পারবে না। আপনার নিজের ভয়েস খুঁজুন। ভারতীয় ধ্রুপদী সংগীত শিখুন, রাগগুলি জানুন এবং অনুশীলন করুন… প্রত্যেকদিন রেওয়াজ করুন। দুর্ভাগ্যক্রমে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমি আমার রেওয়াজকে অবহেলা করেছি। গায়িকা হিসাবে আমার একটাই আফসোস। যদি..আমি প্রতিদিন আমার রেওয়াজের জন্য সময় দিতাম। তরুণ শিল্পীদের কাছে আমার পরামর্শ, আপনার কন্ঠকে মন্দির মনে করুন।

আরও পড়ুন প্রথম নিঃশ্বাসের পর থেকেই মানুষ আমাকে জাজ করেছে: সঞ্জয়-কন্যা ত্রিশলা দত্ত