Ram Charan: মা হওয়ায় আপত্তি ছিল স্ত্রীয়ের, হঠাৎই সব বদলে গেল রামচরণের পরিবারে

Ram Charan: ২০১২ সালে হায়দরাবাদে বিয়ে হয় রাম ও উপাসনার। দুজনের প্রথম দেখা হয় এক স্পোর্টস ক্লাবে। প্রথমে যদিও দুজনের মধ্যে সুসম্পর্ক ছিল না।

Ram Charan: মা হওয়ায় আপত্তি ছিল স্ত্রীয়ের, হঠাৎই সব বদলে গেল রামচরণের পরিবারে
আচমকাই দারুণ খবর দিলেন সুপারস্টার রামচরণ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 5:41 PM

জুন মাসের কথা। সদগুরুর কাছে গিয়ে দক্ষিণী সুপারস্টার রামচরণের (Ram Charan) স্ত্রী উপাসনা জানিয়েছিলেন তিনি সন্তান চান না। কারণ হিসেবে জানিয়েছিলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণই তাঁর উদ্দেশ্যে। এ নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলা। অনেকেই যেমন তাঁর এই সিদ্ধান্তকে সমালোচনা করেছিলেন, অনেকেই আবার জোর গলায়, তিনি ব্যক্তিজীবনে কী সিদ্ধান্ত নেবেন তা তাঁর ব্যাপার। কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত বদল। রামচরণের বাবা চিরঞ্জীবী জানিয়ে দিলেন তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। অর্থাৎ বাবা-মা হচ্ছেন রাম ও উপাসনা। টুইটে চিরঞ্জীবী লেখেন, “সবাইকে জানাচ্ছি উপাসনা ও রামচরণ তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছে। ভালবাসাসহ সুরেখা-চিরঞ্জীবী, শোভানা ও অনীল।”

২০১২ সালে হায়দরাবাদে বিয়ে হয় রাম ও উপাসনার। দুজনের প্রথম দেখা হয় এক স্পোর্টস ক্লাবে। প্রথমে যদিও দুজনের মধ্যে সুসম্পর্ক ছিল না। কিন্তু কেমন করে যেন প্রেম হয়ে যায় দুজনের। সেই প্রেম গড়ায় বিয়েতে। এর পর বারেবারেই উপাসনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। যদিও মাস কয়েক আগে উপাসনা বলেছিলেন, “বিয়ের পর বাচ্চা নেওয়া আমার ব্যাপার। এখনই সন্তান চাই না আমরা। আমার সন্তান হওয়া নিয়ে ভয় রয়েছে। আমি এখন ওজন কমাচ্ছি।” অন্যদিকে রামচরণও বলেছিলেন, “মেগাস্টার চিরঞ্জীবী সন্তান হওয়ার কারণে আমার কিছু গুরুদায়িত্ব রয়েছে। যদি এখন সন্তান আনি, তবে আমি আমার লক্ষ্যভ্রষ্ট হব। তাই আগামী বেশ কিছু বছর সন্তান না নেওয়ার সিদ্ধান্তই নিয়েছি আমরা।”

তবে সাম্প্রতিক খবর এটাই প্রমাণ করছে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন দম্পতি। এই মুহূর্তে দুজনেই সন্তানের জন্য প্রস্তুত। নতুন বছরেই নতুন মানুষকে নিয়ে জীবন শুরু হবে তাঁদের। রামচরণ নিজেও প্রতিষ্ঠিত অভিনেতা। তাঁর সাম্প্রতিক হিট ছবি ‘আরআরআর’ বিদেশের মাটিতেও বেশ ভালই ছাপ ফেলেছে। অন্যদিকে উপাসনা কিন্তু মোটেও অভিনয় জগতের সঙ্গে যুক্ত নয়। তিনি অ্যাপোলো লাইফের ভাইস চেয়ারপার্সন।