Shah Rukh-Rajinikanth: রজনীকান্তের জন্মদিনের শাহরুখের দেওয়া ছবি থেকে অনুরাগীদের প্রতিক্রিয়া…

Shah Rukh-Rajinikanth: শাহরুখ যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে....

Shah Rukh-Rajinikanth: রজনীকান্তের জন্মদিনের শাহরুখের দেওয়া ছবি থেকে অনুরাগীদের প্রতিক্রিয়া...
রজনীকান্তের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা শাহরুখের
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 8:42 PM

আজ ৭২তম জন্মদিন দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের(Rajinikanth) বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) থালাইভার জন্মদিনে দক্ষিণের তারকা নয়নতারার বিয়ে থেকে অদেখা একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। সঙ্গে রয়েছে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা বার্তা। “আপনি সর্বদা এবং চিরকালের সকল তারাদের মধ্যে সবচেয়ে শান্ত, সবথেকে নম্রতম নক্ষত্রের একজন। রজনীকান্ত স্যার আপনাকে ভালোবাসি। আপনাকে জন্মদিনের স্বাস্থ্যকর এবং খুশিময় শুভেচ্ছা জানাই,” এসআরকে তাঁর বার্তায় লেখেন। শাহরুখের চেন্নাই এক্সপ্রেসছবির শেষে রজনীকান্তকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। এমনিতেও দুই তারকা সম্পর্ক বেশ মধুর। শাহরুখ যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে দুইজনে হাত ধরে বসে রয়েছেন হাসিমুখে। যে ছবি দেখে অনুরাগীরাও মুগ্ধ। এসআরকেফ্যামেলি থেকেও রজনীকান্তকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে। লেখা হয়েছে, “লিভিং লেজেন্ডরা একটি ছবিতে। জন্মদিনের অনেক শুভেচ্ছা রজনীস্যারকে, এসআরকে ইন আ ফ্যামেলি থেকে।আর একজন ভক্ত ইনস্টাগ্রামে লেখেন, এক লেজেন্ডে আর এক লেজেন্ডকে শুভেচ্ছা জানাচ্ছেন

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

প্রায় ৪ বছর পর শাহরুখের ছবি পাঠানমুক্তি পেতে চলেছে সিনেমা হলে আগামী বছর ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সময়। একটা নয়, একবারে তিনটে ছবি নিয়ে ২০২৩ সাল মাতাতে তৈরি বাদশা। বছরের মাঝে জুন মাস অ্যাটলি পরিচালিত ছবি জওয়ান, আর বছর শেষে রাজকুমার হিরানি পরিচালিত ডানকি আসছে তাঁর। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠানছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন। রয়েছেন জন আব্রাহাম। ছবির প্রথম গান বেশরম রংমুক্তি পেয়েছে। সেই গানের অংশ নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে শাহরুখ ক্যাপশন দেন, “তাঁকে দেখে, আপনি জানেন সৌন্দর্য একটি মনোভাব। বেশরামরং গান এখানে রইল।

কয়েকদিন আগে সৌদি আরবে রাজকুমারের ছবির শুটিং সেরে মক্কায় যান কিং খান। এবার বেশরম রংগান মুক্তির আগে পৌঁছে গিয়েছেন জম্মুকাশ্মীরে বৈষ্ণো দেবীর মন্দিরে প্রার্থনা করতে। এই ছবির সাফল্যের দিকে শাহরুখের মতোই তাকিয়ে রয়েছে যশরাজ ফিল্মসও। ঘরের ছেলেকে নিয়ে হিটের খরা কাটাতে চান আদিত্য চোপড়াও।

অন্যদিকে জওয়ান ছবিতে প্রথমবার দক্ষিণের নয়নতারা, বিজয় সেতুপতির সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাহরুখ। আর ডানকি ছবিতেও প্রথমবার তাপসী পান্নুর সঙ্গে অভিনয় করছেন বাদশা। তাপসী ছবিতে সই করে জানিয়েছিলেন, এতদিনে তাঁর স্বপ্নপূরণ হয়েছে। রাজকুমারের সঙ্গে এটাই প্রথম কাজ শাহরুখের।