RRR: জাপানে মুক্তি পেতেই প্রভাসের রেকর্ড ভাঙল ‘আরআরআর’, প্রথম দিনে কত টাকার বিক্রি জানেন?
Ajay-NTR: প্রসঙ্গত, এর আগে ছবির প্রযোজক শোভু ওয়ার্লাগাড্ডা, কে রাঘবেন্দ্র রাও ও প্রসাদ দেবিনেনি জানিয়েছিলেন রাজামৌলির ‘আরআরআর’-এর বাজেট নাকি ২৫০ থেকে ৩০০ কোটি টাকা।
এ বছর ভারতের অস্কার মনোনয়নে জায়গা হয়নি রাজামৌলীর ‘আরআরআর’-এর। তারকাখচিত ওই ছবির নির্মাতারা স্বতঃপ্রণোদিত হয়ে নিজেরাই অস্কার অ্যাকাডেমি সাধারণ বিভাগে মনোনয়ন পত্রের আবেদন জানিয়েছিল। দেশ থেকে ওই ছবিকে পাঠান না হলেও বিদেশের মন আরও একবার জয় করল ছবিটি। ভারতীয় এই ছবি শুক্রবার মুক্তি পায় জাপানে। আর মুক্তি পেতেই সুপারহিট। সিনেমাহল হাউজফুল। প্রথম দিনেই ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৬ লক্ষ টাকা রোজগার করেছে ওই ছবি। পাশাপাশি ভেঙে দিয়েছে প্রভাসের রেকর্ডও। প্রভাসের ছবি ‘সাহো’ এখনও পর্যন্ত জাপানে সবচেয়ে বেশি রোজকার করা ভারতীয় ছবি হিসেবে রেকর্ড গড়েছিল। ওই ছবির প্রথম দিনে ওই দেশে আয় ছিল ৯০ লক্ষ। কিন্তু এখন সেই রেকর্ড রাজামৌলীর মুকুটে।
প্রসঙ্গত, এর আগে ছবির প্রযোজক শোভু ওয়ার্লাগাড্ডা, কে রাঘবেন্দ্র রাও ও প্রসাদ দেবিনেনি জানিয়েছিলেন রাজামৌলির ‘আরআরআর’-এর বাজেট নাকি ২৫০ থেকে ৩০০ কোটি টাকা। যদিও সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে অন্ধ্র প্রদেশের মন্ত্রী পের্নি নানি বলেছিলেন, “আরআরআর-এর নির্মাতাদের থেকে আবেদনপত্র পেয়েছিলাম আমরা। ৩৩৬ কোটি টাকা খরচ হয়েছে।” এ ছাড়াও প্রচারের খরচসহ অনন্যা খরচ তো ছিলই। এর অর্থ প্রায় ৪০০ কোটি টাকায় তৈরি হয়েছিল ‘আরআরআর’। রামচরণ ও জুনিয়র এনটিআরের মতো দক্ষিণের মেগা তারকা আছেন ছবিতে।
এখানেই শেষ নয়। বলিউডের দুই মহারথী অজয় দেবগণ ও আলিয়া ভাটকেও দেখা গিয়েছিল ছবিতে। তাঁদের প্রারিশ্রমিকও ছিল আকাশছোঁয়া। ছবির জন্য রামচরণ ও জুনিয়র এনটিআর ৪৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অজয় দেবগণ নেন ২৫ কোটি টাকা। ছোট্ট চরিত্রে অভিনয় করার জন্য আলিয়াও নিয়েছিলেন ৯ কোটি টাকা। যদিও শিল্পীদের এত কোটি কোটি টাকা দেওয়া প্রযোজকদের মোটেও বৃথা যায়নি। এ দেশ থেকেই ছবির যা আয় হয়েছিল তা ভেঙে ফেলেছিল বহু রেকর্ড। মার্চ মাসে মুক্তি পাওয়া ওই ছবির আয় সারা বিশ্বে প্রায় ১০০০ কোটির উপরে ব্যবসা করে।