Salman Khan: সলমনের জন্মদিনের পার্টিতে কেন এলেন না ‘প্রিয় পাত্রী’ শেহনাজ?
Shehnaaz Gill: ২৭ ডিসেম্বর ৫৭ বছর পূর্ণ করলেন সলমন খান। আজও তিনি ব্যাচেলর। এবার জন্মদিনের পার্টিতে প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির সঙ্গে ভাইরাল হওয়া এক ভিডিয়ো নিয়ে ভাইজানকে পড়তে হয়েছিল প্রশ্নের মুখে।
চার দিন আগেই ছিল সলমন খানের জন্মদিন। বি-টাউনের বন্ধুদের উদ্দেশে এক হাই প্রোফাইল পার্টি দিতে দেখা গিয়েছিল ভাইজানকে। শাহরুখ খান থেকে শুরু করে প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি– সেই পার্টিতে ছিল চাঁদের হাট। তবে দেখা যায়নি সলমনের ‘প্রিয় পাত্রী’ শেহনাজ গিলকে। তিনি কি আমন্ত্রণ পাননি? কী আসল কারণ? কেন যাননি শেহনাজ? সূত্র জানাচ্ছে, সলমন আমন্ত্রণ করেছিলেন। অন্যান্য কাজ পড়ে যাওয়ার কারণেই নাকি জন্মদিনে হাজির থাকতে পারেননি শেহনাজ। তবে সলমনের যে তিনি কাছের মানুষ সে কথা তো সকলেই জানেন। সলমনের রিয়ালিটি শো ‘বিগ বস’ থেকেই শেহনাজ গিলের উত্থান। শেহনাজে মনখোলা স্বভাব, মিষ্টি হাসি ও সহজ সরল ব্যবহার প্রথম থেকেই বেশ পছন্দ ভাইজানের। তিনিই তাঁর আগামী ছবিতে শেহনাজকে লঞ্চ করতে চলেছেন। সব মিলিয়ে তাঁর সঙ্গে শেহনাজের সম্পর্ক বড়ই মধুর।
তবে ওই যে কর্মই ধর্ম। সেই কারণেই ‘মেন্টর’-এর জন্মদিন মিস করে দিলেন এই ভাইরাল স্টার। শেহনাজকে আমন্ত্রণ জানালেও একজনকে নাকি আমন্ত্রণ জানাতে ভুলেই গিয়েছিলেন সলমন। তিনি কঙ্গনা রানাওয়াত। এ বছরেই সলমনের ইদের পার্টিতে দেখা গিয়েছিল তাঁকে। বলিউডের বিরুদ্ধে জেহাদ ঘোষণাকারী কঙ্গনাকে সেই পার্টিতে হাজির থাকতে দেখে চমকে গিয়েছিল সকলেই। আশা রাখা হচ্ছিল, জন্মদিনেও কঙ্গনাকে আমন্ত্রণ জানাবেন ভাইজান। তবে বাস্তবে তা হয়নি।
২৭ ডিসেম্বর ৫৭ বছর পূর্ণ করলেন সলমন খান। আজও তিনি ব্যাচেলর। এবার জন্মদিনের পার্টিতে প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির সঙ্গে ভাইরাল হওয়া এক ভিডিয়ো নিয়ে ভাইজানকে পড়তে হয়েছিল প্রশ্নের মুখে। ভিডিয়োতে দেখা গিয়েছিল সঙ্গীতাকে জড়িয়ে ধরে মাথায় চুম্বন করছেন সলমন। প্রশ্ন উঠেছিল, প্রাক্তনের সঙ্গে তবে কি সম্পর্ক জোড়া লাগছে? সম্প্রতি তাঁর ও পূজা হেগড়ের সম্পর্ক নিয়েও চলছে বিস্তর জলঘোলা। ওই পার্টিতে কিন্তু হাজির ছিল পূজাও।