Payal Rohatgi: বিয়ে করছেন পায়েল রোহতগি, পাত্র নামজাদা খেলোয়াড়, তারিখ কবে?
Payal Rohatgi: বলিউডে আবারও এক বিয়ে। এবার বিয়ের পিঁড়িতে পায়েল রোহতগি।
বলিউডে আবারও এক বিয়ে। এবার বিয়ের পিঁড়িতে পায়েল রোহতগি। পাত্র নামজাদা খেলোয়াড়। তবে ক্রিকেট ফুটবল নয়, পায়েল মালা দিতে চলেছেন অর্জুন পুরস্কার প্রাপ্ত কুস্তীগির সংগ্রাম সিংয়ের গলায়। এ বছরই এক হবে চার হাত।
বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন সংগ্রাম। তিনি লেখেন, “পায়েল খুব ভাল মেয়ে। আমরা একই রকম, কিন্তু আলাদা। প্রতিটি জুটিরই একই চিন্তাভাবনা হওয়া উচিত। এই মার্চেই বিয়ে করার ইচ্ছে ছিল আমাদের। কিন্তু কাজের চাপে তা আর করা হয়ে ওঠেনি। তাই আমার জন্মমাস জুলাইতেই বিয়ে করার ইচ্ছে রয়েছে।”
সংগ্রাম আরও জানান, এই বছরেই আবারও কুস্তির মঞ্চে ফিরতে চলেছেন তিনি। দুবাইতে খুব শীঘ্রই আবারও খেলোয়াড় হিসেবে দেখা যেতে চলেছে তাঁকে। পায়েল এই মুহূর্তে কঙ্গনা রানাওয়াতের রিয়ালিটি শো লকআপে আটকে সেই কারণেই বিয়ে পিছিয়েছে বলে সূত্রের খবর। পায়েল ও সংগ্রামের আলাপ এক রিয়ালিটি শো’র মধ্যে দিয়েই। ওই শো’র পর দুজনের বন্ধুত্ব গাঢ় হয়। পায়েল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁদের প্রথম দেখা দিল্লি থেকে আগ্রা যাওয়ার পথে। পায়েলের গাড়ি খারাপ হয়ে যায়। সংগ্রাম সে সময় তাঁকে সাহায্য করেছিলেন।
হাইওয়েতে ওই সাক্ষাতের পরেই নাকি হয় নম্বরের আদানপ্রদান। কিন্তু ফোন করেননি কেউ কাউকে। প্রেম হয় রিয়ালিটি শো’র পরে। দুজনেই নাইট বলে এক ছবিতেও অভিনয় করেছেন। ছবি হিট না করলেও বাস্তবের ছবি হিট হয়ে যায় সুপার-ডুপার। একসঙ্গে প্রায় আট বছর কাটিয়ে দিয়েছেন তাঁরা। ‘৩৬ চায়না টাউন’, ‘প্ল্যান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন পায়েল। সংগ্রামকে দেখা গিয়েছে বিগবসেও। এ ছাড়াও ২০১৫ সালে নাচ বলিয়ের সিজন ৭-এও দুজনে একসঙ্গে অংশ নিয়েছিলেন। অবশেষে ফুটল বিয়ের ফুল। এবার শুধু নতুন সংসার শুরু হওয়ার অপেক্ষা।
আরও পড়ুন- Viral Photo: উধাও শাড়ি, গৃহিণী লুক, ভোল বদলে সর্বজয়ার এ কি রূপ! তোলপাড় নেটপাড়া