Sonu Nigam: শো চলাকালীন সোনু নিগমের উপর হামলা, কাঠগড়ায় শিবসেনা সদস্য
Sonu Nigam: গায়ক সোনু নিগমের উপর আচমকাই হামলা চালাল দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুরে।
গায়ক সোনু নিগমের উপর আচমকাই হামলা চালাল দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুরে। অভিযোগ, সেলফি নেওয়ার থেকে বিরত হতেই গায়কের উপর চড়াও হয় তারা। ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তি স্থানীয় বিধায়ক তথা শিবসেনা নেতা প্রকাশ ফাটেরপেকারের ছেলে ও ভাইপো বলেই পুলিশ সূত্রে খবর। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, চেম্বুরের ওই অঞ্চলে সোনু গান গাইছিলেন। আচমকাই সোনু ম্যানেজার সাইরার সঙ্গে ওই দুই ব্যক্তি খারাপ ব্যবহার করতে শুরু করেন বলে অভিযোগ। নিজেরাই উঠে পড়েন মঞ্চে। সোনু নিগমকে ধাক্কা দেওয়ার উদ্যোগ নিতেই তাঁর নিরাপত্তারক্ষী হাজির হয়ে যান। উত্তেজিত দুই ব্যক্তি এমন ভাবে নিরাপত্তারক্ষীকে ধাক্কা দেন যে তিনি সিঁড়ি থেকে নীচে পড়ে যান। এখানেও থামেননি ওই দুই ব্যক্তি। সোনুর কাছের বন্ধু গায়ক রব্বানি খানও ওই দুই ব্যক্তিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয় না। রব্বানিকেও ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনায় রব্বানি ও নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। ইতিমধ্যেই তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। তবে ভাল খবর, চোট লাগেনি সোনুর। তবে আচমকা এই হামলায় বেশ আতঙ্কে রয়েছেন তিনি, জানাচ্ছে তাঁরই ঘনিষ্ঠমহল।
ঘটনায় লেগেছে রাজনৈতিক রঙও। আজান নিয়ে বিতর্কিত মন্তব্যের ফলেই কি সোনু নিগমের উপর হামলা– প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও সোনু এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেননি। ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার অনুসন্ধান চালাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাজনৈতিক অভিপ্রায় নয় সেলফির মরিয়ে চেষ্টাতেই এই হামলা।
Singer Sonu Nigam who raised his voice about Azan Loudspeakers attacked by Janab Uddhav Thackeray MLA Prakash Phaterpekar and his goons in music event at Chembur. Sonu has been taken to the hospital nearby. pic.twitter.com/32eIPQtdyM
— Sameet Thakkar (@thakkar_sameet) February 20, 2023