Nysa Devgn: ‘মাতাল মেয়ে’, নামার সময় গাড়িতে টোকা খেয়েও সহানুভূতির জায়গায় নাইসার কপালে জুটল নিন্দা
Nysa Devgn Trolling: ট্রোলিং কিছুতেই পিছু ছাড়ে না অভিনেতা দম্পতি অজয়-কাজলের কন্যা নাইসার। এখন তো দেখা যাচ্ছে, গাড়িতে সামান্য টোকা খেলেও ব্যঙ্গ-তামাশা থামাচ্ছেন না নিন্দুকেরা।
তাঁর ভবিষ্যৎ কীরকম হবে কেউ জানেন না। তিনি মা-বাবার মতো অভিনয় করবেন, নাকি অন্য কোনও পেশায় যাবেন, নিজেই হয়তো জানেন না। কিন্তু তিনি কিচ্ছু না করেও অত্যন্ত চর্চিত এবং বিখ্যাত। তারকা সন্তানদের জীবন এমনই হয়। শুরু থেকেই তাঁরা থাকেন লাইমলাইটে। যেমন অজয় দেবগণ এবং কাজলের একমাত্র কন্যাসন্তান নাইসা। শুরুতে তাঁর মুখশ্রী এবং চেহারা ছিল নিন্দুকদের আলোচনার বিষয়। সে সময় অনেকটাই ছোট ছিলেন নাইসা। তারপর নিজেকে আমল পাল্টে ফেললেন নাইসা। হয়ে উঠলেন হট। তাঁর নানা পার্টি লুকের ছবি, বিশ্বের নানা জায়গায় বন্ধুদের সঙ্গে অফুরাণ পার্টি করার ভি়ডিয়ো এবং ছবি ভাইরাল হতে শুরু করল। তখনও তাঁকে নিয়ে নিন্দুকেরা কুকথা বলতে ছাড়লেন না। তাঁকে, তাঁর খোলামেলা পোশাক, পুরুষ বন্ধুদের সঙ্গে অন্তরঙ্গে ছবি নিয়ে চলল নানা কুৎসা। এখনও সে সব থামেনি। এখন তো দেখা যাচ্ছে, গাড়িতে সামান্য টোকা খেলেও ব্যঙ্গ-তামাশা থামাচ্ছেন না নিন্দুকেরা। কী হয়েছে দেখুন।
একটি পার্টিতেই যাচ্ছিলেন নাইসা। তাঁর পরনে ছিল গেরুয়া রঙের ওয়ানশোল্ডার টপ। গাড়ি থেকে নামার সময় খুব ব্যথা পান মাথায়। এমনটা তো অনেকের সঙ্গেই হয়ে থাকে। সে যাই হোক। নাইসার সঙ্গেও তাই ঘটল। পাপারাৎজ়িও ছিল তাঁকে ঘিরে। তাঁদের ক্যামেরার সময় নিজেকে কোনও মতে সামলে হেসে ওঠেন নাইসা। স্মাইল করেন মিষ্টি করে। তাঁর ব্যবহার দেখে একাংশের নেটিজ়েনের ভালই লেগেছে। কমলা পোশাকে নাইসার রূপ দেখে সকলে বাহবাও জানিয়েছেন। কিন্তু গোল বাঁধালেন একাংশের নিন্দুকেরই।
নাইসাকে তাঁরা ‘মাতাল’ তকমা দিতেও ছাড়লেন না। বললেন, “মদ্যপ ছিলেন নাইসা। তাই গাড়ি থেকে নামার সময় তাল ঠিক রাখতে পারেননি…!”