আশা করছি বাংলার ওই রিয়ালিটি শো আমাকে মেলোড্রামা করতে বলবে না: সোনু নিগম
প্রসঙ্গত, মাস কয়েক আগে ইন্ডিয়ান আইডল-এ কিশোর কুমার স্পেশ্যাল এপিসোডে অতিথি বিচারকের আসনে অমিত কুমার উপস্থিত হয়েছিলেন। পরে তিনি জানান, পারিশ্রমিকের বিনিময়ে নির্মাতাদের কথা মতো প্রতিযোগীদের প্রশংসা করতে তিনি বাধ্য হয়েছিলেন।

গানের রিয়ালিটি শো’র বিচারক হয়ে আবারও ফিরছেন সোনু নিগম। অথচ সারেগামাপা ও ইন্ডিয়ান আইডলের পর একটা দীর্ঘ সময় রিয়ালিটি শো থেকে দূরেই ছিলেন তিনি। ইন্ডিয়ান আইডল বিতর্ক নিয়ে মুখও খুলতে দেখা গিয়েছিল তাঁকে। বলেছিলেন, শো’য়ে কীভাবে ব্যবহার করবেন বিচারক তা কখনই প্রযোজক বা চ্যানেল দ্বারা নির্ধারিত হবে না। আবারও মুখ খুললেন তিনি। মুখ খুললেন বাংলার রিয়ালিটি শো’র বিচারক হওয়া প্রসঙ্গেও।
তাঁর কথায়, “আমি স্পষ্ট কথার মানুষ। কেউ আমায় বলে দেবে না আমি কীভাবে ব্যবহার করব। কারণ, সঙ্গীতের সেই বিশুদ্ধতা আমার মধ্যে রয়েছে। যদি আমাকে ওরকম কিছু করতে হয়, আমি করব। কিন্তু রিয়ালিটি শো’য়ে যা আমি করতে পছন্দ করব না, ব্যক্তিগত জীবনেও কি সেই একই জিনিস আমি করব?” সোনু বলেছিলেন, “যে সব কাহিনিতে অন্যদের সমবেদনা তৈরি হয়, সে সব কাহিনি নিশ্চয়ই দর্শক ভালবাসেন। যদি তা না হত, রিয়ালিটি শোয়ে এ সব চলত না।” অথচ রিয়ালিটি শো’র বিচারক হিসেবেই মানুষ আবার দেখতে চলেছে তাঁকে। তাহলে?
সোনুর জবাব, “স্টার জলসার ওই শো’য়ে কৌশিকী চক্রবর্তী- কুমার শানু রয়েছেন। এক শুদ্ধ বাতাবরণ রয়েছে সেখানে। পরিবেশ বেশ আরামদায়ক। আশা করছি, বাংলার ওই রিয়ালিটি শো আমাকে মেলোড্রামা করতে বলবে না”। যদি করে তবে তিনি ‘দেখবেন’ বলেও জানিয়েছেন সোনু।
View this post on Instagram
প্রসঙ্গত, মাস কয়েক আগে ইন্ডিয়ান আইডল-এ কিশোর কুমার স্পেশ্যাল এপিসোডে অতিথি বিচারকের আসনে অমিত কুমার উপস্থিত হয়েছিলেন। পরে তিনি জানান, পারিশ্রমিকের বিনিময়ে নির্মাতাদের কথা মতো প্রতিযোগীদের প্রশংসা করতে তিনি বাধ্য হয়েছিলেন। সব প্রতিযোগীর পারফরম্যান্স তাঁর ভাল লাগেনি। এই বিতর্কে অমিতের পক্ষ সোনু বলেছিলেন, “অমিত কুমার অনেক বড় মানুষ। আমার ওস্তাদজির সন্তান। কতদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। কত গুণী শিল্পীর সঙ্গে কাজ করেছেন। ভদ্রলোক। কিছু বলেন না। সম্মান করেই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখেন। সৎ মানুষ। তাঁর নীরবতার অযাচিত সুযোগ নেওয়া হচ্ছে।”
আরও পড়ুন- মামলায় সর্বস্বান্ত, এক কামরার ঘরে থাকছেন প্রত্যুষার বাবা-মা





