Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TV Ramprasadh: ধর্মীয় আবেগ নয়, প্রতিটি আঞ্চলিক ভাষার গানের তাল ছন্দ লয়ের সূত্রে গাঁথা বিশ্বাস

Folk Song: যাত্রা শুরু বাংলা গান দিয়েই। শ্যামা সঙ্গীত "সকলি তোমার ইচ্ছা"-ই গায়কের ফেইথ প্রজেক্টের প্রথম সঙ্গীত।

TV Ramprasadh: ধর্মীয় আবেগ নয়, প্রতিটি আঞ্চলিক ভাষার গানের তাল ছন্দ লয়ের সূত্রে গাঁথা বিশ্বাস
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2022 | 3:10 PM

‘বিশ্বাস’ কী ধর্ম ও সামাজের বিভাজনকে ভেঙে দিতে পারে না? একটি আঞ্চলিক ভাষার গানের কেন্দ্রে থাকা প্রতিটি অলংঙ্কারকে যদি কেবল গানের আকারেই উপস্থাপন করা যায়, শিল্পীর শৈলীকে যদি ধর্মের জ্বালে আষ্টেপৃষ্ঠে বেঁধে না রেখে সার্বজনীন করে তোলা যায়, তবে সব ক্ষেত্রেই নতুন দরজা খুলে যায়, প্রতিটা গান, গানের গায়িকীকে আপন করে নেওয়া যায়। গানের গভীরে থাকা আবেগকে ছুঁয়ে দেখাই শিল্পীর ধর্ম। আর সেই ধর্ম পালন করতেই বদ্ধ পরিকর দক্ষিণ ভারতের একজন সম্মানিত কর্নাটিকী সঙ্গীতশিল্পী টিভি রামপ্রসাদ।

সারা দেশের আঞ্চলিক ভাষার গানকে তিনি ছুঁয়ে দেখতে চান। নিজের মতো করে এই গানকে সর্বস্তরে পৌঁছে গিতে চান। চান ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানিয়েই কেবল গানের নির্যাসটুকু বার করে আনতে। প্রতিটা আঞ্চলিক ভাষার গানের মধ্যে যে এক মাটির গন্ধ আছে, সেখানে গিয়ে সেখানের মানুষের চোখে সেই গানকে পরোক্ষ করে দেখতে চান গায়ক। সারা ভারত জুড়ে চলতে থাকা তাঁর এই সফরের নাম দ্য ফেইথ প্রজেক্ট অর্থাৎ বিশ্বাস।

তবে নামে যখন রামপ্রসাদ তখন শ্যামা সঙ্গীত তালিকা থেকে বাদ হয় কীভাবে! ফলে তাঁর এই সফর শুরুর প্রথম গানই হল শ্যামা সঙ্গীত দিয়ে। তবে এই গানে থাকল না কোনও মা কালীর মূর্তী, থাকল না কোনও ধর্মের দাপট, কেবল ভক্তিমূলক গান হিসেবেই এই গানটি নিজের কণ্ঠে গাইলেন টিভি রামপ্রসাদ।

এই ভাবনার উদয় হয় গ্রামবাংলার মানুষের ছাপোসা জীবনযাপনের দিকে তাকিয়েই। গায়কের মনে প্রশ্ন জাগে—ওরা শত প্রতিকুলতার বিরুদ্ধে লড়াই করে, অবিরাম দায়িত্বের ভারী বোঝা বহন করে যে টিকে আছে, সেই শক্তির উৎস কি ? এটাই কি সেই “বিশ্বাস”? যা প্রকাশ পায় গানের মাধ্যমে?

টিভি ৯ বাংলাকে গায়ক টিভি রামপ্রসাদ জানান, যে গানগুলি দেশের নিচু তলার মানুষের প্রাণ এবং নির্দিষ্টগণ্ডির মধ্যে সীমাবদ্ধ, সেই গানগুলোকেই বাঁচিয়ে রাখতে হবে। ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে দৈনন্দিন জীবনের লড়াই, সবটা পেড়িয়ে এই গান ভারত জুড়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে যাতে বেঁচে থাকে, সেই মর্মেই এই প্রয়াস। ধর্মের গন্ডিতে সঙ্গীকতে আটকে না রেখে তা সবার মধ্যে ছড়িয়ে দিতেই আমার এই উদ্যোগ। যাত্রা শুরু বাংলা গান দিয়েই। শ্যামা সঙ্গীত “সকলি তোমার ইচ্ছা”-ই গায়কের ফেইথ প্রজেক্টের প্রথম সঙ্গীত।