The Kerala Story: অবশেষে বাংলায় মুক্তি পেল ‘দ্য কেরালা স্টোরি’, জানেন কোন সিনেমাহলে চলছে?
Bengal: সুপ্রিম কোর্টের তৎপরতায় বাংলার এই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দেওয়া। তবে কেন বাংলায় ছবিটি চলছে না!
পরিচালক সুদীপ্ত সেনের ছবি দ্য কেরালা স্টোরি মুক্তির পর থেকেই চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবি কোথাও গিয়ে যেন সকলের মনে নানা প্রশ্ন সৃষ্টি করেছে। যাঁরা দেখেন, তাঁদের নানা মত, যাঁরা দেখেননি, তাঁরা ছবিটি দেখতে মরিয়া। কারণ একটাই, ছবির বিষয়বস্তু। দ্য কেরালা স্টোরি নিয়ে চর্চা তুঙ্গে ছিল বাংলাতেও। ছবি মুক্তির তিনদিনের মাথায় তাকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সুপ্রিম কোর্টের তৎপরতায় বাংলার এই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দেওয়া। তবে কেন বাংলায় ছবিটি চলছে না!
সূত্র বলছে, সিনেমাটি চালাতে গেলেই নাকি একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে হলমালিকদের। আসছে ‘বাধা’। নাম প্রকাশে অনিচ্ছুক এক হলমালিক জানালেন পড়তে হয়েছে ‘হুমকি’র মুখেও। ছবিটি যাতে বিনা বাধায় পশ্চিমবঙ্গে চলতে পারে, এবার সেই আবেদন নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলাচিঠি লিখলেন ইম্পার এক্সিবিটর বিভাগের চেয়ারপার্সন রতন সাহা। চিঠিতে তিনি লেখেন,””কেরালা Story ” সিনেমা টা আমি রিলিজ করেছি। আমি আপনার বিরুদ্ধে একটা ও প্রতিবাদ করিনি কারণ ছবিটা আমরা রিলিজ করেছি, সবাই বলবে আমাদের স্বার্থ জড়িত আছে। তাই চুপচাপ ছিলাম। ইমপার পক্ষ থেকেই আপনাকে জানানোর উচিৎ ছিল। কিন্তু কেউ কোনও প্রতিবাদ করেনি।”
উত্তর ২৪ পরগনার বনগা-তে এই ছবি চলছে। প্রতিটা শো-ই হাউসফুল হচ্ছে। ছবির সঙ্গীত পরিচালক বৈশাখ জ্যোতি ইটাইমসকে জানিয়েছিলেন, আমার শহরের সিনেমাহলে ছবিটি দেখানো হচ্ছে। আমি শুনেছি ডিস্ট্রিবিউটর ও সিনেমাহল কতৃপক্ষরা বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছেন। তবে কেবল এই সিনেমাহলই নয়, বেশ কিছু সিঙ্গল স্ক্রিনে শুরু হয়েছে এই ছবি দেখানো। আশা করব, শীঘ্রই গোটা রাজ্য এই ছবি দেখবে। একদিকে যেমন ছবি মুক্তি নিয়ে এত ধোঁয়াশা, ঠিক তখনই আবার অন্যদিকে এই ছবি পার করল ২০০ কোটির গণ্ডি।