Ghorer Bioscope Award: আজ সন্ধেয় চোখ থাকুক ‘TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস ২০২৩’-এ, টিভি আর ওটিটির সেরার সেরা হবেন কারা?
Award: নবীন-প্রবীণ মিলিয়ে এক অন্য স্বাদের অনন্য সন্ধ্যার আয়োজন। নাচে-গানে জমজমাট এই অ্যাওয়ার্ড শো টিভির পর্দায় সম্প্রচারিত হবে আজ, রবিবার সন্ধ্যা ৬টায়।
অপেক্ষার অবসান, আর কয়েক ঘণ্টার মধ্যেই সম্প্রচারিত হতে চলেছে বাংলা টেলিভিশন ও ওটিটি দুনিয়ায় সব থেকে বড় অ্যাওয়ার্ড শো: ‘TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস ২০২৩’। কলকাতার বুকে এই প্রথম ওটিটি প্ল্যাটফর্ম ও টিভির কলাকুশলীদের সম্মান জানানোর উদ্যোগ নিল কোনও সংবাদমাধ্যম। টিভির পর্দা থেকে ওটিটি, যাঁরা নিত্যনতুন ধারাবাহিক থেকে সিরিজ় উপহার দিয়ে চলেছেন, বিনোদন জগতের সেই সব কৃতীকে সম্মান জানানোর জন্যই TV9 বাংলার এই প্রচেষ্টা। টলিউডের খ্যাতনামা ব্যক্তিত্বদের নিয়ে তৈরি জুরি, সোশ্যাল মিডিয়ায় ভোটের মাধ্যমে দর্শকদের মনোনয়ন গ্রহণ করে আয়োজিত হয় এই অ্যাওয়ার্ড শো। যেখানে টেলিভিশন স্টার থেকে শুরু করে পরিচালক, বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষ, টলিউডের সেরার সেরা অভিনেতা-অভিনেত্রী, নেতা-মন্ত্রী থেকে গায়ক, চিত্রকার, চিত্রগ্রাহক, প্রতিটি বিভাগ থেকেই উপস্থিত ছিলেন বহু তারকা। নবীন-প্রবীণ মিলিয়ে এক অন্য স্বাদের অনন্য সন্ধ্যার আয়োজন। নাচে-গানে জমজমাট এই অ্যাওয়ার্ড শো টিভির পর্দায় সম্প্রচারিত হবে আজ, রবিবার সন্ধ্যা ৬টায়।
সঞ্চালনায় থাকছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে এই সন্ধ্যায় উপস্থিত থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অরিন্দম শীল, মুনমুন সেন, রাইমা সেন প্রমুখ।
এই অ্যাওয়ার্ড প্রসঙ্গে ‘TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস ২০২৩’-এর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে TV9 গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বরুণ দাস জানিয়েছিলেন, সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ ছবিটি তাঁর অন্যতম প্রিয় ছবিরগুলির মধ্যে একটি। এই অনুষ্ঠানের আয়োজনের প্রসঙ্গে তিনি টেনে আনেন ১৯২৬ সালে প্রথম টেলিভিশন সেট উদ্ভাবনের কথা। সেই প্রসঙ্গে বরুণ দাসের কথায় উঠে আসে জন লগি বেয়ার্ডের কথা। বরুণ দাস বলেন, “১৯২৩ সালের গোড়ার দিকে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের কুইন্স আর্কেডে একটি ছোট্ট ওয়ার্কশপ ভাড়া করেন জন লগি বেয়ার্ড। তার পরে সাধারণ দৈনন্দিন জীবনের ছোটখাটো জিনিস যেমন কাঁচি, সেলাইয়ের সূচ, সাইকেলের লাইটের সেন্স-এই সমস্ত জিনিস দিয়ে এক অদ্ভুত যন্ত্র আবিষ্কার করার চেষ্টা শুরু করেন। সেই গবেষণার সূত্রে ধরেই বেয়ার্ড সাহেব ১৯২৬ সালের ২৬ জানুয়ারি প্রথম টেলিভিশন সেট ডেমোনস্ট্রেট করেন। হ্যাঁ, ১৯২৩ সালের সেই প্রচেষ্টার একশো বছরের সেলিব্রেশন হল TV9 বাংলার ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস’।”
টানা তিন মাসের প্রচেষ্টায় সার্থক এই সন্ধ্যা। রবিবার অর্থাৎ আজ TV9 বাংলার পর্দায় সন্ধে ৬টা থেকে সম্প্রচারিত হবে এই অ্যাওয়ার্ড শো। দেখে নিতে পারেন ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং-এও।
জেনে নিন অ্যাওয়ার্ডের বিভাগ:
ওটিটি
সেরা ওয়েবসিরিজ, সেরা পুরুষ চরিত্র, সেরা মহিলা চরিত্র, সেরা পার্শ্বচরিত্র পুরুষ, সেরা পার্শ্বচরিত্র মহিলা, সেরা নির্দেশক, ডিওপি, শিল্প নির্দেশক, সেরা চলচ্চিত্র সম্পাদক, রূপসজ্জা, সেরা সঙ্গীত পরিচালক,
সিরিয়াল
সেরা সিরিয়াল, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্বচরিত্র পুরুষ, সেরা পার্শ্বচরিত্র মহিলা, সেরা খলনায়ক, সেরা খলনায়িকা, আবির্ভাবেই চমক (পুরুষ), আবির্ভাবেই চমক (মহিলা), সেরা জুটি, সেরা নির্দেশক, সেরা নন রিয়্যালিটি শো,
বেস্ট ইউটিউবার