Raju Srivastava: রাজু ছিলেন অমিতাভের হমশকল, একটা সময় বিগ বি-কে নকল করা কেন ছেড়ে দিলেন?

Amitabh Bachchan: একটা সময় রাজুকে বলা হত অমিতাভ বচ্চনের লুক অ্যালাইক, অর্থাৎ 'হমশকল', একই রকমের দেখতে দুই ব্যক্তি।

Raju Srivastava: রাজু ছিলেন অমিতাভের হমশকল, একটা সময় বিগ বি-কে নকল করা  কেন ছেড়ে দিলেন?
অমিতাভ বচ্চন এবং রাজু শ্রীবাস্তব।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2022 | 4:16 PM

আজ বুধবারের (২১.০৯.২০২২) সকালটা ভাল না। কেননা, যে মানুষটা হাজার-হাজার মানুষের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, সেই রাজু শ্রীবাস্তব প্রয়াত হয়েছেন আজ সকালেই। দিল্লির এইমসে তাঁকে নিয়ে দীর্ঘ লড়াই শেষ হল আজ। যমে-মানুষে টানাটানিতে হেরে গেলেন কমেডিয়ান। হেরে গেলেন চিকিৎসকেরাও। সারা দেশে তাই আজ সকলের মন খারাপ। মাত্র ৫৮ বয়সে চলে গেলেন রাজু। প্রায় দেড় মাস আগে এক্সারসাইজ় করতে-করতে হার্ট অ্যাটাক হয় রাজুর। তারপর থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। কমেডিয়ানের প্রয়ানের পর তাঁকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে নেট মহলে। আলোচনা চলছে এটা নিয়েও যে, একটা সময় রাজুকে বলা হত অমিতাভ বচ্চনের লুক অ্যালাইক, অর্থাৎ ‘হমশকল’, একই রকমের দেখতে দুই ব্যক্তি।

তাঁর গোটা কেরিয়ারে বেশ কিছু বলিউড ছবিতে কাজ করেছিলেন রাজু। সেখানেও অভিনয়ের মাধ্যমে দর্শকের মুখে হাসি ফুটিয়েছিলেন তিনি। তাঁকে মনে করা হত অমিতাভ বচ্চনের হমশকল হিসেবেও। অতীতের এক সাক্ষাৎকারে রাজু একবার বলেছিলেন, “অমিতাভের অনেক বড় ভক্ত আমি। এতটাই বড় যে নিজের বাড়ির দেওয়ালে তাঁর ছবি টাঙিয়ে রাখতাম। অমিতাভ বচ্চনের মতো চুলের ছাট দিতাম। তাঁকে খুব নকল করতাম। মানুষ আমাকে ‘বিগ বি’ নামে ডাকতে শুরু করলেন সেই থেকে। মানুষ আমাকে তাঁদের বাড়িতেও ডেকে নিয়ে যেতেন। সামাজিক অনুষ্ঠান, ধার্মিক অনুষ্ঠানে আমি অমিতাভ বচ্চন সেজে যেতাম।”

কিন্তু কিছু বছরের মধ্যে অমিতাভকে নকল করা ছেড়ে দেন রাজু। নিজেই জানিয়েছিলেন সেই কথা। পরিবর্তে লালু প্রসাদ যাদব, ধর্মেন্দ্র, শশী কাপুর, দিলীপ কুমারের মিমিক্রি করতে শুরু করেন কমেডিয়ান।

মঞ্চ দাঁড়িয়ে কমেডি করার পাশাপাশি অনিল কাপুর অভিনীত ‘তেজ়াব’, ‘বাজ়িগর’, ‘ম্যানে পেয়ার কিয়া’, ‘আমদানি আট্টান্নি খরচা রুপিয়া’, ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ ছবিতেও অভিনয় করেছিলেন রাজু। ‘তেজ়াব’ তাঁর প্রথম অভিনীত ছবি।