Sumitra Sen: হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন, অবস্থা আশঙ্কাজনক

Sumitra Sen : দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। অনুষ্ঠানেও দেখা যেত না তাঁকে।

Sumitra Sen: হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন, অবস্থা আশঙ্কাজনক
হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন, অবস্থা আশঙ্কাজনক
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2023 | 1:50 PM

বিগত বেশ কিছু দিন ধরেই হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। বয়স ৮৯ বছর। হাসপাতাল সূত্রে খবর, ব্রঙ্কোনিউমোনিয়ায় ভুগছেন শিল্পী।জানা গিয়েছে, তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক। গত ২১ ডিসেম্বর দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। শিল্পীর দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন রবীন্দ্রসঙ্গীত জগতের পরিচিত নাম। ইন্দ্রাণী জানিয়েছেন, দেহের অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হচ্ছে তাঁর মায়ের। যদিও শোনা যাচ্ছে বয়সের কথা মাথায় রেখে আরজ অর্থাৎ সোমবারই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হতে পারে তাঁকে। আপাতত একযোগে চলছে শিল্পীর আরোগ্য কামনা।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। অনুষ্ঠানেও দেখা যেত না তাঁকে। যদিও পরিবারের লিগাসি বহনের গুরুভার ন্যস্ত রয়েছে দুই মেয়ের উপরেই। জানা গিয়েছে, গত মাসে হঠাৎই ঠান্ডা লাগে তাঁর। সেখান থেকে পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে ভর্তি করতে হয় হাসপাতালে। রবীন্দ্রসঙ্গীত দুনিয়ায় কিংবদন্তী তিনি। তাঁর গলায় ‘সখী ভাবনা কাহারে বলে’, ‘মধুর মধুর ধ্বনি বাজে’ আজও সমানভাবে জনপ্রিয়। আপাতত সুস্থ হয়ে উঠুন তিনি। সবার এখন সেটাই প্রার্থনা।