Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolly Gossip: প্রেমিক মানুষ ধর্মেন্দ্র, হেমার জন্য গোয়ালার সাইকেল কেড়ে কী করেছিলেন জানেন?

Bolly Gossip:হেমা মালিনী ও ধর্মেন্দ্রের প্রেম-কাহিনীর কথা কে না জানেন? প্রেমের টানে ধর্ম পরিবর্তন করেছিলেন তাঁরা। প্রথম স্ত্রী ডিভোর্স দিতে চাননি। সে কারণে ইসলাম ধর্ম মেনে হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র। রিল লাইফে বহুবার রোম্যান্টিক হিরোর রোল সাফল্যের সঙ্গে করেছেন ধর্মেন্দ্র। জানেন কি, রিল লাইফেও তিনি ছিলেন আদ্যপান্ত রোম্যান্টিক? সেই ঘটনা শেয়ার করেছেন খোদ হেমা মালিনীই।

Bolly Gossip: প্রেমিক মানুষ ধর্মেন্দ্র, হেমার জন্য গোয়ালার সাইকেল কেড়ে কী করেছিলেন জানেন?
ধর্মেন্দ্র-হেমা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 11:01 AM

হেমা মালিনী ও ধর্মেন্দ্রের প্রেম-কাহিনীর কথা কে না জানেন? প্রেমের টানে ধর্ম পরিবর্তন করেছিলেন তাঁরা। প্রথম স্ত্রী ডিভোর্স দিতে চাননি। সে কারণে ইসলাম ধর্ম মেনে হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র। রিল লাইফে বহুবার রোম্যান্টিক হিরোর রোল সাফল্যের সঙ্গে করেছেন ধর্মেন্দ্র। জানেন কি, রিল লাইফেও তিনি ছিলেন আদ্যপান্ত রোম্যান্টিক? সেই ঘটনা শেয়ার করেছেন খোদ হেমা মালিনীই। ‘রাজিয়া সুলতান’-এর শুটের জন্য জয়পুর গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন ধর্মেন্দ্র। কিন্তু রেলওয়ে ক্রসিংয়ে এসে তাঁদের গাড়িটি সিগন্যালের জন্য থেমে যায়। অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে পড়েন হেমা মালিনী।

আর তখনই তাঁকে চমকে দিয়ে ধর্মেন্দ্র ঘটিয়ে ফেলেন এক কাণ্ড। সাইকেলে চেপে ওই জায়গা দিয়েই যাচ্ছিলেন এক গোয়ালা। তাঁকে রীতিমতো তাঁর সাইকেল থেকে নামিয়ে দেন নায়ক। হেমাকে বসতে বলেন তাঁর পিছনের সিটে। ব্যস, সাইকেলে চাপিয়েই তাঁকে নিয়ে সটান চলে যান হোটেলে।

হেমা জানান, প্রথম সারির দুই নায়ক-নায়িকাকে সাইকেলে চেপে আসতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন হোটেল কর্তৃপক্ষ যদিও সেই ঘটনার কথা ভেবে আজও অবাক হন হেমা! ‘ এত রোম্যান্টিক’ ভেবেই রোমাঞ্চিত হয়েছিলেন তিনি। কেটেছে বহু বছর। আজও তাঁদের মধ্যে প্রেম কমেনি এতটুকুও। সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়েছে বলাই চলে।