Samantha Secret: ৩০ কেজির পোশাক পরে অস্বস্তিতে সামান্থা, পরিচালকের ধমকে কী দিলেন সাফাই
Samantha Prabhu: সমস্যা ছিল আরও। ছবিতে তাঁর হাতে একটি ফুলের ট্যাটু দেখা যায়। যা কোনওভাবেই তোলা যাচ্ছিল না। একটা সময় সামান্থা ভাবেন এটা বোধহয় কোনও দিনই উঠবে না।
সামান্থা প্রভু রাউথ, বর্তমানে তিনি শকুন্তলম ছবির প্রচারে ব্যস্ত। ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবি। প্রথম লুক থেকে শুরু করে ছবির ট্রেলার, মুক্তির পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সামান্থা প্রভুর স্নিগ্ধ রূপ। তবে এই ছবির শুটিং ঠিক একটা মধুর ছিল না। গোপন তথ্য শেয়ার করলেন খোদ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেত্রী সামান্থা। এবার সেখানেই ছবি নিয়ে পাঁট রহস্য ভেদ করলেন তিনি। ছবির শুট ঠিক কতটা কষ্টকর ছিল তাঁর কাছে, এক বাক্যে স্পষ্ট হয়ে গেল। সামান্থার কথায়, এই ছবির শুট করতে গিয়ে রীতিমত তাঁকে খরগোশের হাতে মার খেতে হয়েছে। তাঁর কথায়, খরগোশকে দেখে যতটা নিরিহ লাগে, আদপে বিষয়টা তেমন নয়।
View this post on Instagram
এখানেই শেষ নয়, পোশাক নিয়েই বেজায় সমস্যার পড়তে হয় তাঁকেয কারণ হিসেবে জানান, তাঁর জন্য দুই সেটের পোশাক তৈরি করা হয়েছিল। একটি হালকা অপরটি ভারী। ভারী পোশাক পরে যখন তিনি নাচছিলেন, তখনই সমস্যার মুখে পড়তে হয় সামান্থাকে। কিছুইতেই তিনি ঘুরে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে পারছিলেন না। তাঁকে রীতিমত পরিচালক ধমক দিয়ে কারণ জিজ্ঞেস করেন। যার উত্তরে সাফ বলেছিলেন সামান্থা, তিনি পোশাককে বাগে আনতে পারছেন না। পোশাকের ওজন ছিল ৩০ কোজি। সেই ভারেই তিনি বারে বারে সরে যাচ্ছিলেন।
View this post on Instagram
এখানেই শেষ নয়, সমস্যা ছিল আরও। ছবিতে তাঁর হাতে একটি ফুলের ট্যাটু দেখা যায়। যা কোনওভাবেই তোলা যাচ্ছিল না। একটা সময় সামান্থা ভাবেন এটা বোধহয় কোনও দিনই উঠবে না। রীতিমত অসহায় বোধ করছিলেন তিনি। মেকআপ দিয়ে ঢাকতে হত ট্যাটু। এই ছবির সেটের অভিজ্ঞতা তাই বেশ কষ্টেরই ছিল অভিনেত্রীর কাছে। যা রীতিমত একটা সময় তাঁর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। যদিও যদি এখন তৈরি, মুক্তির অপেক্ষায়। চলতি সপ্তাহে তা মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। মোট তিন ভাষায় মুক্তি পাবে ছবি। তার ডাবিং-এ ছিল সামান্থার কাছে একটি চ্যালেঞ্জ।