Rakhi Sawant: ‘ইসলাম গ্রহণ করে হাতে শাখা-পলা’, চরম ট্রোল্ড রাখি
Rakhi Sawant: এদিন অঙ্গে থাকলো না হিজাব, শাড়ি পরে হাতে শাখা পলা পড়ে মাথায় সিঁদুর দিয়ে হাজির রাখি। এ আবার কেমন লুক! রাখির নতুন এই ছবি দেখে এক শ্রেণী কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছুপা হল না। কেউ লিখলেন 'দেখিয়ে দিলেন তো আসল রূপ?' কেউ আবার তার হাতের শাঁখা পলা দেখে কটাক্ষ করতে পিছপা হল না।
রাখি সাওয়ান্ত বরাবরই তিনি খুব সহজেই চর্চার কেন্দ্রে জায়গা করে থাকেন। কখনও তাঁর বিস্ফোরক মন্তব্য, কখনও তাঁর আচরণ নানা সময় নানাবিধ বিতর্কের সৃষ্টি করেছে। যদিও বর্তমানে তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বেজায় চর্চায়। আদিল দুরানির সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে অভিনেত্রী জীবন নাকি পাল্টে গিয়েছে সম্পূর্ণরূপে। রাখির কথায় তিনি আদিলকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছিলেন। ইসলাম ধর্ম মন থেকে গ্রহণ করে এখন তিনি নিজেকে ফাতিমা বলেই পরিচয় দিতে পছন্দ করেন। নিত্যদিন কোরান পাঠ, সঙ্গে হিজাব পরা সবই করে থাকেন তিনি। তবে দুর্গাপুজোয় একি কাণ্ড ঘটালেন রাখি সাওয়ান্ত! মহারাষ্ট্রে যখন সেলিব্রিটিরা দুর্গা উৎসবে গা ভাসিয়েছেন, তখন রাখি সাওয়ান্ত প্রতিমা দর্শনে বেরিয়ে পড়লেন।
তবে এদিন অঙ্গে থাকলো না হিজাব, শাড়ি পরে হাতে শাখা পলা পড়ে মাথায় সিঁদুর দিয়ে হাজির রাখি। এ আবার কেমন লুক! রাখির নতুন এই ছবি দেখে এক শ্রেণী কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছুপা হল না। কেউ লিখলেন ‘দেখিয়ে দিলেন তো আসল রূপ?’ কেউ আবার তার হাতের শাঁখা পলা দেখে কটাক্ষ করতে পিছপা হল না। যদিও ট্রোল্ড রাখির জীবনে নিত্য সঙ্গী। ফলে তিনি এ বিষয়ে খুব একটা মাথা কোনওদিনই ঘামাননি। যখন যেখানে তাঁর প্রয়োজন মনে হয়েছে উত্তর দেওয়ার তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নিজের মতামত। তবে নিজেকে ইসলাম ধর্মী বলে রাখির নতুন এই সাজ দেখে একশ্রেণীর কপালে পড়েছে চিন্তার ভাঁজ। যদিও রাখি, বাঙালি পুজোয় বাঙালিয়ানা সাজতে গিয়েই বোধহয় এই লুকে সামনে এসেছেন বলে অনুমান আরেক শ্রেণির।