Youtuber Arrested: চলন্ত গাড়ি থেকে হাওয়ায় ওড়ালেন গুচ্ছ-গুচ্ছ টাকা; ‘ফারজ়ি’ ওয়েব সিরিজ়ের দৃশ্য নকল করে গ্রেফতার ইউটিউবার
Joravar Singh Kalsi: অভিনেতা শাহিদ কাপুরের সাম্প্রতিক মুক্তি 'ফারজ়ি' ওয়েব সিরিজ়ের একটি দৃশ্য নকল করে গ্রেফতার হলেন ভারতীয় এবং হিন্দিভাষী ইউটিউবার জোরাওয়ার সিং কালসি। তিনি একটি ভিডিয়ো তৈরি করেছিলেন। সেখানে তাঁকে দেখা যায় চলন্ত গাড়ি থেকে নকল টাকা ওড়াতে-ওড়াতে যাচ্ছেন। এমনই একটি দৃশ্য রয়েছে 'ফারজ়ি' ওয়েব সিরিজ়ে।
২৪ বছর বয়সি কালসির ইউটিউব চ্যানেলটি বেশ জনপ্রিয়। তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ৩.৫১ লাখ। ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন ৩ লাখ মানুষ। ভারতের রাজধানী দিল্লির তিলক নগরে থাকেন জোরাওয়ার। চলতি মার্চ মাসের ২ তারিখ ভিডিয়োটি ভাইরাল হয় জোরাওয়ারের। এবং তা ভাইরাল হওয়ার পরই তৎক্ষণাৎ পুলিশের নজরে আছে। পুলিশ পদক্ষেপ করে। জোরাওয়ারের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি রিল তৈরি করেছিলেন। ইনস্টাগ্রামে শর্ট ভিডিয়োতে দেখিয়েছেন। এবং সেই ভিডিয়ো দেখে অনেকে শঙ্কিত।
#WATCH | Haryana: A video went viral where a man was throwing currency notes from his running car in Gurugram. Police file a case in the matter.
(Police have verified the viral video) pic.twitter.com/AXgg2Gf0uy
— ANI (@ANI) March 14, 2023
দিল্লির লোক পুলিশ স্টেশনে জোরাওয়ারের বিরুদ্ধে এফআইআর হয়েছে ভারতীয় দণ্ডবিধি ২৭৯ (বেপরোয়া গাড়ি চালানোর জন্য), ৩৩৬ (নিজের এবং অন্যের জীবন বিপণ্ণ করার জন্য), ২৮৩ (জনসাধারণের সুস্থ চলাফেরায় বাধা সৃষ্টি করার জন্য) ধারায়।
ভাইরাল রিলটিতে জোরাওয়ারকে দেখা যায়, তিনি তাঁর সঙ্গীকে গাড়ি থেকে টাকা ফেলার নির্দেশ দিচ্ছেন। গল্ফ কোর্স রোডে ঘটে ঘটনাটি। জোরাওয়ারের নির্দেশ মতোই তাঁর সঙ্গী টাকা ফেলতে-ফেলতে যাচ্ছিলেন। এই ভিডিয়ো দেখার পর একাধিক মানুষ সংশয় প্রকাশ করেন। তাঁদের অনেকেরই ভয় হতে থাকে, এ ভাবে গাড়ি চালালে হয়তো পথদুর্ঘটনা ঘটে যেতে পারে। জোরাওয়ার এবং তাঁর সঙ্গে একে-অপরকে ‘ফারজ়ি’ ওয়েব সিরিজ়ের দুটি চরিত্রের নামে সম্বোধন করছিলেন। সেই সঙ্গে প্রচণ্ড বেপরোয়াভাবে গাড়িও চলছিল। এতে দুর্ঘটনাও ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন লোক পুলিশ থানার সহকারী সাব-ইনস্পেক্টর।
কিছু বছর আগে টিকটকে লিপ-সিঙ্ক ভিডিয়ো আপলোড করে জনপ্রিয় হয়েছিলেন জোরাওয়ার সিং কালসি। সে সময়ও তাঁর অনেক ফলোয়ার তৈরি হয়েছিল।