Deepika-Ranveer: প্রথম দেখায় প্রেম থেকে লুকিয়ে বাগদান, দীপবীরের প্রেমের নানা অজানা তথ্য

১৪ নভেম্বর ২০১৮-তে সাতে পাকে বাধা পড়েন রণবীর-দীপিকা। বিয়ের আগে দীর্ঘদিনের সম্পর্ক তাঁদের। এই বিশেষ দিনে ফিরে দেখা যাক বলিউড কাপলের না জানা কিছু তথ্য।

Nov 14, 2021 | 3:58 PM
TV9 Bangla Digital

| Edited By: utsha hazra

Nov 14, 2021 | 3:58 PM

২০২১-এ প্রথম দেখা দীপিকা, রণবীরের। ম্যাকাওতে জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা হয় এই বলিউড পাওয়ার কাপলের।

২০২১-এ প্রথম দেখা দীপিকা, রণবীরের। ম্যাকাওতে জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা হয় এই বলিউড পাওয়ার কাপলের।

1 / 6
দীপিকাকে প্রথম দেখেই প্রেমে পড়েছিলেন রণবীর।ব নায়কের কথায়,"যখন আমি ওঁকে প্রথম দেখি, প্রথম দেখাতেই ফ্ল্যাট হয়ে গিয়েছিলাম"

দীপিকাকে প্রথম দেখেই প্রেমে পড়েছিলেন রণবীর।ব নায়কের কথায়,"যখন আমি ওঁকে প্রথম দেখি, প্রথম দেখাতেই ফ্ল্যাট হয়ে গিয়েছিলাম"

2 / 6
সঞ্জয় লীলা বনশালীর সেটেই একে অপরের প্রেমে পড়েন তারকা দম্পতি। 'অঙ্গ লগা দে' গানের শুটের সময় কাছাকাছি আসেন তাঁরা।

সঞ্জয় লীলা বনশালীর সেটেই একে অপরের প্রেমে পড়েন তারকা দম্পতি। 'অঙ্গ লগা দে' গানের শুটের সময় কাছাকাছি আসেন তাঁরা।

3 / 6
দীপিকার কথায় যশ রাজ 
ফিল্মসে প্রথম দেখাতেই রণবীরের ব্যবহারে প্রকাশ পেয়েছিল ওঁ কতটা পছন্দ করে।

দীপিকার কথায় যশ রাজ ফিল্মসে প্রথম দেখাতেই রণবীরের ব্যবহারে প্রকাশ পেয়েছিল ওঁ কতটা পছন্দ করে।

4 / 6
৩ বছর আগে ১৪ নভেম্বরে গাঁটছড়া বাঁধেন বলিউড দম্পতি। কিন্তু সবার অলক্ষ্যে বিয়ের চার বছর আগেই এনগেজমেন্ট সেরে নিয়েছিলেন তাঁরা।

৩ বছর আগে ১৪ নভেম্বরে গাঁটছড়া বাঁধেন বলিউড দম্পতি। কিন্তু সবার অলক্ষ্যে বিয়ের চার বছর আগেই এনগেজমেন্ট সেরে নিয়েছিলেন তাঁরা।

5 / 6
দীপিকার কথায় রণবীর আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ। সুতরাং ব্রেক-আপের কোনও প্রশ্ন ওঠে না।

দীপিকার কথায় রণবীর আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ। সুতরাং ব্রেক-আপের কোনও প্রশ্ন ওঠে না।

6 / 6

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla