সত্যিই গর্ভবতী! অবশেষে পোশাক উন্মুক্ত করে প্রমাণ দিলেন দীপিকা
Deepika Padukone: কাদম্বিনী মরিয়া প্রমাণ করেছিলেন, তিনি মরেন নাই-- এবার উদর উন্মুক্ত করে ফটোশুটে দীপিকা পাড়ুকোন প্রমাণ করলেন তিনি সত্যিই মা হতে চলেছেন।
কাদম্বিনী মরিয়া প্রমাণ করেছিলেন, তিনি মরেন নাই– এবার উদর উন্মুক্ত করে ফটোশুটে দীপিকা পাড়ুকোন প্রমাণ করলেন তিনি সত্যিই মা হতে চলেছেন। মা হওয়ার আর দিন কয়েক বাকি তাঁর। এই ৯ মাস ধরে কম আলোচনা হয়নি তাঁকে ঘিরে। হয়েছে কটাক্ষ। অনেকেই দাবি করেছেন, তিনি নাকি মা হওয়ার নাটক করছেন। অনেকে এও বলেছেন তিনি নিজে সন্তানের জন্ম দিচ্ছেন না। সারোগেসির মধ্যে দিয়ে ঘরে আসছে সন্তান। এ সব নিয়ে জোর আলোচনা তখন নতুন সদস্যকে স্বাগত জানানোর দিন কয়েক আগেই স্বামী রণবীর কাপুরের সঙ্গে এক মাতৃত্বকালীন ফটোশুট করলেন দীপিকা। স্ফীত উদর আর একগাল হাসিতে তাঁর ওই ছবি যেন এই মুহূর্তে টক অব দ্য টাউন।
প্রমাণ দিয়েছেন তিনি। মা হওয়ার প্রমাণ। তবে তা সত্ত্বেও ট্রোলিং থামেনি তাঁকে ঘিরে। হয়েছে কটাক্ষ। বেশরম গানের নায়িকাকে অনেকেই বলেছেন, ‘তিনি নিজেই নাকি লজ্জাহীনা’। সে যাই হোক, সাদা কালো ওই ছবি জুড়ে প্রশংসাও কিছু কম হয়নি। নতুন অতিথিকে স্বাগত জানাতে তৈরি সকলেই।
শোনা যাচ্ছে এই মাসেরই শেষের দিকে মা হবেন দীপিকা। সম্ভবত তারিখ হিসেবে বেছে নেওয়া হয়েছে ২৮ সেপ্টেম্বর। মা হওয়ার পর এক লম্বা ছুটিতে যাবেন দীপিকা। মার্চের আগে কাজে ফেরার কোনও ইচ্ছে নেই তাঁর।
View this post on Instagram