এত বছরের অভিমান ভুলে সলমনকেই আঁকড়ে ধরলেন ঐশ্বর্যা?

Salman Khan: ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে এক পার্টিতে লাল সালোয়ার পরিহিতাকে জাপটে ধরে আছেন সলমন। মণীশের ওই পার্টিতে হাজির ছিলেন ঐশ্বর্যাও। তিনিও পরেছিলেন লাল রঙের সালোয়ার স্যুট।

এত বছরের অভিমান ভুলে সলমনকেই আঁকড়ে ধরলেন ঐশ্বর্যা?
Follow Us:
| Updated on: May 21, 2024 | 10:12 PM

একসময় ভরপুর প্রেম ছিল তাঁদের। যদিও পরবর্তীতে সেই প্রেম ভাঙা দখল করে নিয়েছিল পেজ থ্রির প্রথম পাতা। কথা হচ্ছে ঐশ্বর্যা রাই বচ্চন ও সলমন খানের। বহু বছর কেটে গিয়েছে, তাঁদের মধ্যে কোনও যোগাযোগ নেই বলেই জানেন, তামাম বিশ্ব। তবে কি হঠাৎই ঘটে গেল নিয়মের হেরফের? সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়ো নিয়ে এই মুহূর্তে সামাজিক মাধ্যমে তুমুল চর্চা। কী রয়েছে সেখানে?

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে এক পার্টিতে লাল সালোয়ার পরিহিতাকে জাপটে ধরে আছেন সলমন। মণীশের ওই পার্টিতে হাজির ছিলেন ঐশ্বর্যাও। তিনিও পরেছিলেন লাল রঙের সালোয়ার স্যুট। তবে কি পুরনো তিক্তরা ভুলে সলমনকেই আঁকড়ে ধরলেন ঐশ্বর্যা? সত্যিটা কী? সত্যিটা হল, ঐশ্বর্যা ও সলমন সেদিন একই পার্টিতে হাজির থাকলেও সলমন যে মহিলাকে জড়িয়ে ধরেছিলেন তিনি আদপে রাই সুন্দরী নন। লাল সালোয়ার পরিহিতা নারী আদপে অভিনেতা সূরজ পাঞ্চোলির বোন। তাঁকে দেখেই ভালবেসে জড়িয়ে ধরেন সলমন খান। যদিও মুখ না দেখা যাওয়ায় নেটিজেনদের মধ্যে তৈরি হয় ভ্রান্তি।

এত বছর কেটে গেলেও আজও সলমনের সঙ্গে কথা বলেন না ঐশ্বর্যা। যদিও শুরুটা এরকম হয়নি। এক পর্যায়ে সকলেই ভেবে নিয়েছিলেন ঐশ্বর্যাকে বিয়ে করবেন সলমন। তবে কোনও এক অজানা কারণে তিক্ত ভাবে শেষ হয়েছিল তাঁদের প্রেম। আজ দু’জনেই জীবনে এগিয়ে গিয়েছেন অনেকটা। তবে সম্পর্কের বরফ গলেনি। স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করছেন ঐশ্বর্যা। সলমন যদিও আজও বিয়ে করেননি।