‘জোজি’-তে পরিচালক দিলেশ পোঠান কেন নিয়েছিলেন ফাহাদ ফাসিলকে? জানালেন পরিচালক নিজেই
ফাহাদ এবং দিলেশের জুটি অনেক হিট ছবি দিয়েছে। তবে ‘জোজি’ করার সময় প্রথম থেকে ফাহাদকে পছন্দ ছিল না পরিচালকের।
সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক দিলেশ পোঠানের মালায়ালাম ছবি ‘জোজি’-র ট্রেলার। শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবি বানিয়ে ফেলেছেন তিনি।মুখ্য চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল। সিনেমা হলে নয়, ওটিটিতেই রিলিজ করবে এই ছবি। অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হবে ‘জিজো’।
‘জিজো’-র ট্রেলারটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সাড়া ফেলেছে। ফাহাদ এবং দিলেশের জুটি ফের ম্যাজিক করবে বলেই আশা ফ্যানদের। পরিচালক-অভিনেতা গাঁটছড়া বেঁধে অনেক হিট ছবি দিয়েছেন। তবে ‘জোজি’ করার সময় প্রথম থেকে ফাহাদকে পছন্দ ছিল না পরিচালকের। তিনি এই চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছিলেন। একটি সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন ‘জিজো’এমন একটা পরিবারের গল্প যেখানে পরিবারের সব সদস্যদের অনেকটা এক রকম দেখতে হওয়াটা জরুরি ছিল। তিনি বেশ কয়েক জন নতুন অভিনেতাদের অডিশন নিয়েছিলেন। কিন্তু ঠিক মনের মত কাউকেই পাচ্ছিলেন না। শেষমেশ তিনি সেই ফাহাদের কাছেই আসেন। ‘জোজি’-র গল্প শোনান। গল্প শুনেই পছন্দ হয়ে যায় ফাহাদের। ফের তাঁরা জুটি বাঁধেন।
View this post on Instagram
‘জোজি’-র চরিত্রে অভিনয় করতে পেরে খুবই খুশি ফাহাধ ফাসিল। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, “আমি যখনই চরিত্রটা সম্পর্কে শুনলাম এবং ওর জার্নিটা বুঝলাম, আমি তখনই ঠিক করি ছবিটা আমায় করতেই হবে। যে সমস্ত ছবিগুলোয় বাঁধা-ছকের বাইরে গিয়ে একটা টুইস্ট থাকে,সেই সমস্ত ছবিগুলো দেখতে আমার ভাল লাগে। ‘জোজি’ও এইরকমই একটা ছবি। আমি চরিত্রটা ফুটিয়ে তুলতে অনেকটা সময় দিয়েছি। আশা করি আপনাদের ভাল লাগবে।”
আরও পড়ুন :অরুণাচল প্রদেশের অগ্নিদগ্ধদের ত্রাণ তহবিলে ১ লাখ টাকা দিলেন বরুণ ধাওয়ান
‘জোজি’-র গল্প সাদামাটা। একটি ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে ছেড়ে দেয়। তবু সে একজন এনআরআই হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু ছেলেটির বাবার একদমই ভরসা নেই তার ওপর। সে কি পারবে তার স্বপ্ন পূরণ করতে? এই ছবিতে ফাহাধ ফাসিল ছাড়াও বাবুরাজ, শাম্মি থিলাকন,বাসিল জোসেফ এবং আরও অনেকে অভিনয় করেছেন।
‘জোজি’ ৭ এপ্রিল থেকে অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং করবে।