Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা কেড়ে নিল প্রাণ, পরিচালক টুটু সিনহার মৃত্যুতে শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

চলে গেলেন পরিচালক টুটু সিনহা। বাংলার বহু ধারাবাহিকের জনক তিনি। তাঁর পরিচালনাতেই ১৫০০ এপিসোড পার করেছিল 'সাধক বামাক্ষ্যাপা'।

করোনা কেড়ে নিল প্রাণ, পরিচালক টুটু সিনহার মৃত্যুতে শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে
Follow Us:
| Updated on: May 14, 2021 | 3:37 PM

করোনায় প্রয়াত বাংলা ধারাবাহিকের পরিচালক টুটু সিনহা। ১০দিন ধরে মারণভাইরাসের সঙ্গে যুদ্ধে হার স্বীকার করলেন ‘তৃষ্ণা’, ‘রাজমহল’, ‘জগত জননী সারদা’, ‘সাধক বামাক্ষ্যাপা’র পরিচালক। ৬০টের গণ্ডি পেরিয়েই মৃত্যুর কোলে ঢলে পরেন টলিপাড়ার প্রিয় ‘টুটু’দা।

চারিদিকে কান্নার রোল। অসহায় মানুষের হাহুতাশ। করোনা কেড়ে নিচ্ছে প্রাণ। তার মধ্যে দেখা দিয়েছে অক্সিজেনের ঘটতি, হাসপাতালে বেডের অভাব। দরজায় দরজায় মরণাপণ্ণ প্রিয়জনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষ। প্রতিনিয়ত মিলছে প্রিয়জন হারানোর খবর। জনসাধারণের মতো সেলেব মহলেও প্রয়াণের ঘটনা শোক ডেকে আনছে মানুষের মনে। সময়টা বড্ড খারাপ।

এই খারাপ সময়ে আরও একটি খারাপ খবর। করোনায় প্রাণ হারালেন বাংলার ধারাবাহিক জগতের এক স্তম্ভ। চলে গেলেন পরিচালক টুটু সিনহা। বাংলার বহু ধারাবাহিকের জনক তিনি। তাঁর পরিচালনাতেই ১৫০০ এপিসোড পার করেছিল ‘সাধক বামাক্ষ্যাপা’। পরিচালনা করেছিলেন ‘তৃষ্ণা’র মতো মেগা সিরিয়াল। করোনা আক্রান্ত হয়ে কলকাতার এন.আর.এস হাসপাতালে ভর্তি ছিলেন টুটু। ১০ দিন লড়াই করেছেন করোনার দ্বিতীয় স্টেনের সঙ্গে। কিন্তু শেষরক্ষা হল না। চলে গেলেন টুটু। পিছনে ফেলে গেলেন তাঁর কাজ। প্রতিজন-সহকর্মীদের মনে অসংখ্য স্মৃতি। তাঁর প্রয়াণে গভীর শোক টেলি জগতে।

টুটু সিনহার হাত ধরে অনেক অভিনেতাই প্রতিষ্ঠিত হয়েছেন ইন্ডাস্ট্রিতে। তাঁদের মধ্যে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সুদীপ্তা চক্রবর্তী। টুটু সিনহার মৃত্যু খবর পেয়ে শোকাহত হয়েছেন। পরিচালকের প্রতি তাঁর শ্রদ্ধা ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে শুধু টুটু সিনহা নন। ধারাবাহিকের আরও এক পরিচালক আশিস মিত্র প্রাণ হারিয়েছেন করোনায়। তাঁদের দু’জনের উদ্দেশ্যেই সুদীপ্তা লিখেছেন, “কেরিয়ারের শুরুতেই এই দুই পরিচালকের সঙ্গে কাজ করেছি। তাঁদের জন্যই আজ আমি এই জায়গা করতে পেরেছি। দু’জনের আত্মার শান্তি কামনা করি।”

আরও পড়ুন, সুজয় প্রসাদের উদ্যোগে শঙ্খ-স্মরণ, কবিতা পাঠে শর্মিলা ঠাকুর, মমতা শঙ্কর, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ বহু বিশিষ্টরা