Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৭ ফুট ১ ইঞ্চির খালিকে সবাই চেনেন, তাঁর স্ত্রীকে দেখেছেন?

‘দ্য গ্রেট খালি’– কুস্তির দুনিয়ায় এই নামটাই যথেষ্ট– ২০০০-এর গোড়ার দিকে ৭ ফুট ১ ইঞ্চির এই মানুষটি হয়ে উঠেছিলেন কুস্তির দুনিয়ায় ত্রাস। তাবড় তাবড় খিলাড়িকে হারিয়ে দিয়েছিলেন একাই। এ হেন খলি কিন্তু বিবাহিত। তাঁর দুই ছেলে-মেয়ে আছেন।

৭ ফুট ১ ইঞ্চির খালিকে সবাই চেনেন, তাঁর স্ত্রীকে দেখেছেন?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2025 | 6:21 PM

‘দ্য গ্রেট খালি’– কুস্তির দুনিয়ায় এই নামটাই যথেষ্ট– ২০০০-এর গোড়ার দিকে ৭ ফুট ১ ইঞ্চির এই মানুষটি হয়ে উঠেছিলেন কুস্তির দুনিয়ায় ত্রাস। তাবড় তাবড় খিলাড়িকে হারিয়ে দিয়েছিলেন একাই। এ হেন খলি কিন্তু বিবাহিত। তাঁর দুই ছেলে-মেয়ে আছেন। জানেন তাঁর স্ত্রীকে? উচ্চশিক্ষিত, দেখতেও সুন্দরী…

খালির স্ত্রীর নাম হারমিন্দর কউর। ১৯৭২ সালের ১২ জানুয়ারি এক পঞ্জাবি পরিবারে জন্ম হয় তাঁর। দিল্লি থেকে স্কুলজীবন শেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনেই পড়েছেন তিনি। একই সঙ্গে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ করেছেন স্প্যানিশ ভাষায় ডিপ্লোমা। রয়েছেন মাস্টার্স ডিগ্রিতেও, তাও কিন্তু বিদেশ থেকে। একদিকে খালি যখন কুস্তির দুনিয়ায় নাম কামাচ্ছেন, সে সময় তাঁর স্ত্রী পড়াশোনায় একের পর এক ডিগ্রি নিজের মুকুটে যোগ করছেন। এমন সময়েই দু’জনের বাড়ি থেকেই বিয়ের প্রস্তাব আসে। দু’জনেই তখন কেরিয়ার নিয়ে সচেতন। কেরিয়ারের প্রতি দু’জনের টানই দু’ জনকে মিলিয়ে দেয়। ২০০২ সালে বিয়ে হয় তাঁদের। বিয়ের পরেই খালির কেরিয়ার গ্রাফও যেন তরতে করে উঠতে থাকে। একের পর এক পদক, ভারতে বিশ্বের দরবারে পৌঁছে দিতে শুরু করেন তিনি। ওদিকে হারমিন্দরও নিজের কেরিয়ার তৈরি করছিলেন নিজের মতো করে।

খালির পাশে সবসময় ঢাল হয়ে থাকলেও কোনওদিন ক্যামেরার সামনে তাঁকে সেভাবে আসতে দেখা যায়নি। এর ব্যাখ্যা অতীতে খালিই দিয়েছিলেন। জানিয়েছিলেন, তাঁর স্ত্রী আড়ালে থাকতেই পছন্দ করেন। লাইমলাইট তাঁর একেবারেই পছন্দ নয়। ২০১৪ সালে এক কন্যা সন্তান ঘরে আসে খালির। ২০২২ সালে জন্ম হয় এক পুত্রসন্তানের। বর্তমানে পুত্র-কন্যাকে নিয়ে চুটিয়ে সংসার করছেন দ্য গ্রেট খালি।