জামাইকে নাকি একেবারেই পছন্দ ছিল না শত্রুঘ্নর, কীভাবে ভিজল চিঁড়ে?
Sonakshi Sinha: সোনাক্ষীর বিয়ের আগের রটনা--প্রেমিক জ়াহির ইকবালকে নাকি মেনে নিতে পারছিলেন না বাবা প্রবীণ অভিনেতা ও রাজনীতিক শত্রুঘ্ন সিনহা। কীভাবে চিঁড়ে ভিজল জানেন? সে এক মজার কথা...
২৩ জুন বিয়ে করেছেন বলিউড অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিনহার কন্যা অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সাত বছর সম্পর্কে থাকার পর প্রেমিক জ়াহির ইকবালকে বিয়ে করেছেন তিনি। অনাড়ম্বর বিবাহ সেরেছেন তাঁরা। আমন্ত্রিত ছিলেন কাছের আত্মীয় এবং কিছু বন্ধুই। বিয়ের পর মুম্বইয়ের এক রেস্তোরাঁয় রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন দম্পতি। তবে এই বিয়ের আগে খবর রটেছিল, কন্যার বিয়ে নিয়ে নাকি একেবারেই খুশি ছিলেন না শত্রুঘ্ন। কিন্তু সেই খবর যে একেবারেই সত্যি নয়, তা জানা যায় অনেক পরে। অনেকের হয়তো জানতে ইচ্ছা হতে পারেন, জ়াহিরকে বিয়ের জন্য বাবাকে কীভাবে রাজি করিয়েছিলেন সোনাক্ষী?
সেই ঘটনার কথা সোনাক্ষী-জ়াহির নিজেরাই জানিয়েছেন। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জ়াহির বলেছিলেন, “সোনাক্ষীর বাবার সঙ্গে কথা বলতে গিয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল। ওদের বাড়িতে গিয়েছিলাম আমি। তার আগে আমার শত্রুঘ্ন সিনহার সঙ্গে কোনওদিনও কথা হয়নি।”
জ়াহিরের সেই ভয় এক লহমায় কাটিয়ে দিয়েছিলেন শত্রুঘ্ন। কথা বলার পরই তাঁর সঙ্গে এক লাখ বিষয় নিয়ে কথা বলেন প্রবীণ অভিনেতা। জ়াহির জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই তাঁরা বন্ধু হয়ে গিয়েছিলেন। সেই সময়ই তিনি সাহস করে শত্রুঘ্নকে জানিয়েছিলেন সোনাক্ষীকে বিয়ে করার কথাটা। পরবর্তীকালে জামাই সম্পর্কে কথা বলতে গিয়ে শত্রুঘ্ন বলেছিলেন, “জ়াহির খুবই সৎ একজন ব্যক্তি। ওর মতো মিষ্টি মানুষ আমি কমই দেখেছি।”