Ration Scam: সোজা লন্ডনে উড়ে যাবেন ‘রেশন দুর্নীতি’র বাকিবুর, দুবাই ঘুরে ফিরবেন ভারতে
Ration Scam: শীতের ছুটিতে বাড়িতে ফিরেছিলেন মেয়ে। তাঁকে লন্ডনে পৌঁছে দিতে চান বাকিবুর। নতুন পরিবেশে মেয়ে যাতে মানিয়ে নিতে পারে, সেই জন্য লন্ডন যাওয়ার আবেদন জানানো হয়েছে।
কলকাতা: জেল থেকে ছাড়া পেয়েছেন ৫ মাসও কাটেনি। এরই মধ্যে সোজা লন্ডনে যেতে চান বাকিবুর রহমান। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। গত বছরের অগস্ট মাসে জামিনে মুক্তি পান তিনি। চালকল মালিকের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ খতিয়ে দেখেই গ্রেফতার করা হয় বাকিবুরকে। আজ, বুধবার সেই বাকিবুরকে লন্ডন যাওয়ার অনুমতি দিল আদালত।
আদালতে যে পাসপোর্ট জমা ছিল, তা ফেরত দেওয়ার আর্জি জানান বাকিবুর। সেটা নিয়েই লন্ডন ও দুবাই যেতে চান তিনি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যে তদন্তকারী সংস্থা হাতে বাকিবুর গ্রেফতার হয়েছিলেন, তারা এদিন আবেদনের বিরুদ্ধে জোর সওয়াল করেন। কিন্তু কোনও যুক্তিই ধোপে টেকেনি। অনুমতি পেয়ে গেলেন বাকিবুর। পাসপোর্টও পেয়ে যাবেন তিনি। লন্ডন থেকে ফিরে আদালতে সেই পাসপোর্ট জমা দিতে হবে। বিশেষ ইডি আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় এই আবেদন মঞ্জুর করেছেন।
আগামী ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি অবধি দেশের বাইরে থাকবেন তিনি। বাকিবুর জানিয়েছেন, লন্ডনের আমেরিকান ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে বিএ পড়ছেন তাঁর মেয়ে। শীতের ছুটিতে বাড়িতে ফিরেছিলেন মেয়ে। তাঁকে লন্ডনে পৌঁছে দিতে চান বাকিবুর। নতুন পরিবেশে মেয়ে যাতে মানিয়ে নিতে পারে, সেই জন্য লন্ডন যাওয়ার আবেদন জানানো হয়েছে।
বাকিবুরের বিদেশ যাত্রায় তীব্র আপত্তি জানায় ইডি। তারা দাবি করে, বিদেশে গিয়ে প্রমাণ লোপাট করতে পারেন বকিবুর, হাওয়ালার মাধ্যমে দুর্নীতির টাকা বিদেশি মুদ্রায় বদলে বিদেশে পাচারের সম্ভাবনাও আছে বলেও আদালতে আপত্তি জানানো হয়। যদিও ইডি-র আপত্তি ধোপে টেকেনি।