করোনার জেরে কিস ‘মিস’ও করতে রাজি সিরিয়াল কিসার!
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান তাঁর এই ‘রোমান্টিক’ ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলেন এবং জানান কীভাবে তিনি এত বছর ধরে এটি বজায় রেখেছেন? ‘
তাঁর অন স্ক্রিন চুমু খাওয়ার রেকর্ডে ঠোঁট বসাতে পারেনি কেউ। অভিনেত্রীদের মতে ইমরান দারুম চুমু খান। আর ইমরান বলেন, “যতবার নায়িকাদের পর্দায় চুমু খেয়েছি, ততবারই স্ত্রীর হাতে মার খেতে হত!” এমনকি ইমরানকে দেওয়া হয়েছিল এক নতুন নাম বলিউডের ‘সিরিয়াল কিসার’। এবং সে কারণে বারবার তাঁকে নায়িকাদের সঙ্গে ‘মাখো মাখো’ দৃশ্যে দেখা যেত। তবে সে সব এখন অতীত! পুরোটাই নো কিস!
আরও পড়ুন সফল প্রথম সিজন, আরও নতুন মুখ নিয়ে আসছে ‘দময়ন্তী-২’
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান তাঁর এই ‘রোমান্টিক’ ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলেন এবং জানান কীভাবে তিনি এত বছর ধরে এটি বজায় রেখেছেন? ‘ক্যাসানোভা’ ইমেজ থাকা সত্ত্বেও মহিলা সহশিল্পীদের সঙ্গে এক ‘কমফোর্ট লেভেল’ অর্জন করতে পেরেছেন?—এ প্রসঙ্গেও তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয়।
ইমরান বলেন, “আর নয়। কোভিড এই সময়ে তো একেবারেই নয়। আমি অবসর নিয়েছি,” তিনি আরও বলেন, “ভীষণ গুরুত্বপূর্ণ এই ‘কমফোর্ট লেভেল’। ফিল্ম সেটে এমনও হয় যখন আমরা অভিনেতারা একে অপরের সঙ্গে কোনও মিল খুঁজে পাই না। তখন বিষয়টা ভীষণ জটিল হয়ে ওঠে। আমি তখন ভীষণ ক্যাজুয়াল রাখার চেষ্টা করি। মজা করি। এগুলো কাজ করে। ওরাও (সহ-অভিনেত্রীরা) স্বাচ্ছন্দ্য বোধ করা, ফিল্ম সেট ভীষণ ভয়ঙ্কর হয়েও উঠতে পারে, বিশেষত নতুনদের কাছে।”