৩৮ বছরের বিরতি! ৭৮তম গোল্ডেন গ্লোব উঠে এল মহিলা পরিচালক ক্লো জাও-এর হাতে
৭৮ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড স্মরণীয় হয়ে থাকল। এতদিন গোল্ডেন গ্লোব মঞ্চে ছিল পুরুষদের জয় জয়কার। এ-বছর সমস্ত মিথ ভেঙে গেল। ৩৮ বছর পর গোল্ডেন গ্লোব উঠে এল মহিলা পরিচালক ক্লো জাও-এর হাতে।
৩৮ বছরের বিরতি। সমস্ত মিথ ভেঙে গেল। ৭৮তম গোল্ডেন গ্লোব উঠে এল এক মহিলা পরিচালকের হাতে। তিনি ক্লো জাও। ‘নোম্যাডল্যান্ড’ ছবি পরিচালনার জন্য তিনি পেলেন এই পুরস্কার। ‘নো ম্যাড ল্যান্ড’ ছবিটিও শ্রেষ্ঠ ছবির শিরোপা ছিনিয়ে নিয়েছে।
Chloé Zhao takes home the award for Best Motion Picture Director for Nomadland. #GoldenGlobespic.twitter.com/YvPeTUvn1b
— Golden Globe Awards (@goldenglobes) March 1, 2021
গোল্ডেন গ্লোব মঞ্চে বরাবরই পুরুষদের জয় জয়কার। বছর তিনেক আগে অভিনেত্রী নাতালি পোর্টম্যান গোল্ডেন গ্লোবের মঞ্চে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার তুলে দিতে-দিতে বলেছিলেন, “হিয়ার আর অল দ্য মেল নমিনিজ়…” । সেই মিথ এবার ভেঙে গেল। চিনের মহিলা পরিচালক ক্লো জাও পেলেন এবার শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার। এই প্রথমবার গোল্ডেন গ্লোবের মঞ্চে সেরা পরিচালকের মনোনয়নে জায়গা করে নিয়েছিলেন তিন মহিলা পরিচালক। মোট পাঁচ পরিচালকের নমিনেশন-তালিকায় থাকা তিন মহিলা পরিচালক হলেন রেজিনা কিং, ক্লো জাও এবং এমেরাল্ড ফেনেল। দুই পুরুষ পরিচালক হলেন ডেভিড ফিঞ্চার এবং অ্যারন সরকিন। শেষমেশ মহিলা পরিচালক ক্লো জাও পেলেন ৭৮ তম গোল্ডেন গ্লোব পুরস্কার।
আরও পড়ুন :গোল্ডেন গ্লোব ২০২১-এ ‘ওম্যানিয়া’: এই প্রথম মনোনয়ন তালিকায় তিন মহিলা পরিচালক
১৯৮৩ সালে মহিলা পরিচালক বারব্রা স্ট্রেইস্যান্ড পেয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার। তাঁর ‘ইয়েন্তল’ ছবির জন্য। মাঝে ৩৮ বছরের দীর্ঘ বিরতি। ক্লো জাও-ই হলেন গোল্ডেন গ্লোব-এর মঞ্চে এশিয়া মহাদেশ থেকে মনোনীত সর্বপ্রথম মহিলা পরিচালক। খুব বেশি ছবি বানাননি ক্লো। এখনও অবধি চারটে ছবি বানিয়েছেন তিনি। তাঁর প্রথম ছবি ‘সংস মাই ব্রাদার টট মি’ কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখান হয়েছিল।