‘ছত্রপতি’ কি বউয়ের সঙ্গে নেচেছিল? ‘ছাভা’র ঝলক দেখে রেগে লাল বংশধর
শিবাজি সাওয়ান্তের ছাবা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি । রিলিজ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। লক্ষ্মণ উতকরের পরিচালনাতেই পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ভিকি কৌশল ও রশ্মিকা মান্দানা।
সদ্য প্রকাশ্যে এসেছে ভিকি কৌশল ও রশ্মিকা মান্দানা অভিনীত ‘ছাভা’ ছবির ট্রেলার। ট্রেলার দেখে ভিকি ও রশ্মিকার অনুরাগীরা খুশি হলেও, ছত্রপতি শিবাজির বংশধররা কিন্তু মোটেই খুশি নন। উলটে ছবির ঝলক দেখে রেগেমেগে লাল! আর শুধুই কি রাগলেন! ছবির নির্মাতাদের দিলেন হুমকি।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ছাভা ছবির প্রথম ঝলক সামনে আসার পর থেকেই খবরে ছিলেন শিবাজিরূপী ভিকি কৌশল। শিবাজির অবতারে তিনি যে একেবারে পারফেক্ট, তা অনেকেই মেনে নিয়েছিলেন। অন্যদিকে, শিবাজি স্ত্রী জেশুবাঈয়ের অবতারে রশ্মিকা দেখেও প্রশংসা অনুরাগীদের। কিন্তু এত প্রশংসার মাঝেও, সমালোচনার মুখে পড়ল ভিকি ও রশ্মিকার ছাভা। ট্রেলারের এক অংশে শিবাজিরূপী ভিকি ও জেশুবাঈরূপী রশ্মিকাকে নাচতে দেখেই রেগে লাল শিবাজির বংশধর এবং প্রাক্তন মারাঠা সাংসদ সম্ভাজিরাজে ছত্রপতি।
এই খবরটিও পড়ুন
ট্রেলারের এক অংশে দেখা গিয়েছে, লেজিম (বিশেষ বাদ্যযন্ত্র)এর তালে নাচছেন শিবাজি ও তাঁর স্ত্রী জেশুবাঈ। সম্ভাজিরাজের মতে, কখনই ছত্রপতি তাঁর স্ত্রীয়ের সঙ্গে এমন নৃত্যে অংশগ্রহণ করেননি। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। এখানেই শেষ করেননি তিনি। সম্ভাজিরাজে আরও বলেন, ছবি মুক্তির আগে ইতিহাস গবেষকদের ছবি না দেখালে, এর মুক্তি আটকে দেওয়া হবে। ছবিতে শিবাজির ইতিহাসের বিকৃতি ঘটলে ক্ষমা নেই। ভুলভাবে ইতিহাস দেখালে সাধারণের কাছে ভুলবার্তা যেতে পারে। যদিও ছবির ট্রেলারে দেখা গিয়েছে, শম্ভাজি নামেই সম্বোধন করা হয়েছে ভিকি কৌশলের চরিত্রটি।
শিবাজি সাওয়ান্তের ছাবা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি । রিলিজ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। লক্ষ্মণ উতকরের পরিচালনাতেই পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ভিকি কৌশল ও রশ্মিকা মান্দানা।