বলিউড স্টার যাদের বয়স বাড়েনি, থমকে গিয়েছে

বয়সের রেখা কোনও ছাপ ফেলতে পারেনি তাঁদের শরীরে। এমনই বলিস্টারেরা রইল গ্যালারিতে যাঁদের বয়স বেড়েছে তবে চেহারার নয়।

| Updated on: Nov 30, 2020 | 11:36 AM
মাধুরী দীক্ষিত। এক হাসিতে এখনও হার্টবিট ‘এক দো তিন’ বার বেজে ওঠে। ‘কুইন অফ ডান্স’ মনে করেন নাচ তাঁর একমাত্র এক্সারসাইজ। তাঁর অভ্যেস বরাবর স্বাস্থ্যকর এবং পরিষ্কার খাবার। এবং সেটাই তাঁর টোনড শরীরে প্রতিফলিত করে।

মাধুরী দীক্ষিত। এক হাসিতে এখনও হার্টবিট ‘এক দো তিন’ বার বেজে ওঠে। ‘কুইন অফ ডান্স’ মনে করেন নাচ তাঁর একমাত্র এক্সারসাইজ। তাঁর অভ্যেস বরাবর স্বাস্থ্যকর এবং পরিষ্কার খাবার। এবং সেটাই তাঁর টোনড শরীরে প্রতিফলিত করে।

1 / 7
সলমন খান। কোনও ছবিতে সল্লু মিঞা শার্টলেস হলেই ছবি সুপারডুপার হিট! পেটানো চেহারায় মাসল উপচে পড়ছে। নিয়মিত জিমিং। প্রায় দশ বছর হয়ে গেল মহিলাফ্যানেদের এক প্রশ্ন তিনি বিয়ে কবে করছেন!

সলমন খান। কোনও ছবিতে সল্লু মিঞা শার্টলেস হলেই ছবি সুপারডুপার হিট! পেটানো চেহারায় মাসল উপচে পড়ছে। নিয়মিত জিমিং। প্রায় দশ বছর হয়ে গেল মহিলাফ্যানেদের এক প্রশ্ন তিনি বিয়ে কবে করছেন!

2 / 7
অক্ষয় কুমার। রোজ সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠেন। প্যাকআপের পর সোজা বাড়ি ফেরেন। মদ-সিগারেট-কফির কোনও নেশা নেই। সঠিক ঘুম, নিয়মিত ডায়েট আর ফিটনেস রুটিনে এক্সারসাইজ মাস্ট। বলিউডের ‘খিলাড়ি’র বয়স মাত্র তিপান্ন।

অক্ষয় কুমার। রোজ সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠেন। প্যাকআপের পর সোজা বাড়ি ফেরেন। মদ-সিগারেট-কফির কোনও নেশা নেই। সঠিক ঘুম, নিয়মিত ডায়েট আর ফিটনেস রুটিনে এক্সারসাইজ মাস্ট। বলিউডের ‘খিলাড়ি’র বয়স মাত্র তিপান্ন।

3 / 7
আমির খান। কলেজ পড়ুয়া থেকে ষাটোর্ধ্ব কুস্তিবিদ, চরিত্র অনুযায়ী বয়স বাড়ানো-কমানো বায়ে হাত কা খেল। ‘গজনি’-এর এইট প্যাক অ্যাবসও তাঁর আবিষ্কার। পঞ্চান্নতে পা দিয়েও আমির এখনও মিস্টার পারফেক্ট।

আমির খান। কলেজ পড়ুয়া থেকে ষাটোর্ধ্ব কুস্তিবিদ, চরিত্র অনুযায়ী বয়স বাড়ানো-কমানো বায়ে হাত কা খেল। ‘গজনি’-এর এইট প্যাক অ্যাবসও তাঁর আবিষ্কার। পঞ্চান্নতে পা দিয়েও আমির এখনও মিস্টার পারফেক্ট।

4 / 7
অনিল কাপুর। মেয়ে সোনম কাপুরের বয়স পঁয়ত্রিশ। আর নিজের তেষট্টি। দেখে কেউ বলবে? নিয়মিত ওয়ার্ক আউট এবং কঠোর ডায়েট। সঙ্গে পজিটিভ চিন্তাধারা। এ নিয়ে বয়সকে তুড়ি মেরে সরিয়ে রেখেছেন অনিল ‘লক্ষ্মণ’ কাপুর।

অনিল কাপুর। মেয়ে সোনম কাপুরের বয়স পঁয়ত্রিশ। আর নিজের তেষট্টি। দেখে কেউ বলবে? নিয়মিত ওয়ার্ক আউট এবং কঠোর ডায়েট। সঙ্গে পজিটিভ চিন্তাধারা। এ নিয়ে বয়সকে তুড়ি মেরে সরিয়ে রেখেছেন অনিল ‘লক্ষ্মণ’ কাপুর।

5 / 7
রেখা। তিনি এভারগ্রিন ‘রেখা’। রেড লিপস্টিক আর পরনে শিফন শাড়ি। এখনও তাঁর রূপের সম্মোহনে হোচট খেতে হয় আট থেকে আশির। তাঁর সমসাময়িক অভিনেত্রীদের বয়স বেড়েছে কিন্তু ‘রেখা’য় এসে থমকে গিয়েছে সময়!

রেখা। তিনি এভারগ্রিন ‘রেখা’। রেড লিপস্টিক আর পরনে শিফন শাড়ি। এখনও তাঁর রূপের সম্মোহনে হোচট খেতে হয় আট থেকে আশির। তাঁর সমসাময়িক অভিনেত্রীদের বয়স বেড়েছে কিন্তু ‘রেখা’য় এসে থমকে গিয়েছে সময়!

6 / 7
মিলিন্দ সোমন। জন্মদিনে গোয়ার বিচে উলঙ্গ হয়ে দৌড়াতে তিনিই পারেন। ট্রোলের তোয়াক্কা করেন না। নিয়মিত এক্সারসাইজ ভিডিও আপলোড হয় ইনস্টায়। স্ত্রী অঙ্কিতা ছাব্বিশ বছরের ছোট। পঞ্চান্নর মিলিন্দ এখনও নাইন্টিজ কিডসের ক্রাশ।

মিলিন্দ সোমন। জন্মদিনে গোয়ার বিচে উলঙ্গ হয়ে দৌড়াতে তিনিই পারেন। ট্রোলের তোয়াক্কা করেন না। নিয়মিত এক্সারসাইজ ভিডিও আপলোড হয় ইনস্টায়। স্ত্রী অঙ্কিতা ছাব্বিশ বছরের ছোট। পঞ্চান্নর মিলিন্দ এখনও নাইন্টিজ কিডসের ক্রাশ।

7 / 7
Follow Us: