বাবা রাজি নয়, ঠিক কী কারণে না খেয়ে দেয়ে পরিবারকে রাজি করিয়েছিলেন শ্রীময়ী?

গত এক বছরে বহু বার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের নাম। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন তাঁরা। তার পর থেকে আগুনে যেন আরও ঘি পড়েছে। সমাজমাধ্যমের পাতা ভরে গিয়েছে একের পর এক নেতিবাচক মন্তব্যে।

বাবা রাজি নয়, ঠিক কী কারণে না খেয়ে দেয়ে পরিবারকে রাজি করিয়েছিলেন শ্রীময়ী?
কাঞ্চম-শ্রীময়ীImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 14, 2025 | 1:32 PM

গত এক বছরে বহু বার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের নাম। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন তাঁরা। তার পর থেকে আগুনে যেন আরও ঘি পড়েছে। সমাজমাধ্যমের পাতা ভরে গিয়েছে একের পর এক নেতিবাচক মন্তব্যে। যদিও কারও কথায় কোনও কান দিতে রাজি নন তাঁরা।

নিজেদের মতো গুছিয়ে সংসার করছেন। উত্তর কলকাতার মেয়ে শ্রীময়ী। যৌথ পরিবারেই মানুষ হয়েছেন। অভিনয় যাত্রা তাঁর মোটেই সহজ ছিল না। ছোটবেলায় খুব মারও খেয়েছেন। বাবার বিরুদ্ধে গিয়ে নিজের জেদ মানিয়েই ছেড়েছিলেন শ্রীময়ী। ভাবছেন কাঞ্চনকে বিয়ে করা নিয়ে এমন কাণ্ড ঘটিয়েছিলেন অভিনেত্রী? না বিষয়টা একেবারেই এমন নয়। কারণ, সম্পূর্ণ উল্টো।

বেশ কিছু বছর আগে ‘দিদি নম্বর ১’-এ অতিথি হিসাবে এসেছিলেন শ্রীময়ী। তখন কেরিয়ারের একেবারে প্রথমের দিকে। সে সময় তাঁর অভিনীত ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের রাধারাণী চরিত্রটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। তখনই তাঁকে অভিনয় জীবনের শুরুর প্রসঙ্গে প্রশ্ন করেন রচনা। অভিনেত্রী বলেন, “বাবা প্রথমে আমার এই পেশা নিয়ে একেবারেই খুশি ছিলেন না। কিন্তু আমি না খেয়ে দেয়ে জেদ করে বসেছিলাম। কিন্তু মা খুব সাপোর্টিভ ছিল। তাই সুবিধা হয়েছিল। এখন সবাই অবশ্য আমার প্রশংসা করেন। সেটা শুনলে আমার খুব ভাল লাগে।”