স্ত্রী করিনার প্রাক্তন প্রেমিক শাহিদকে কি পছন্দ করেন সইফ? জানিয়েছেন নিজের মুখেই…
Shahid Kapoor-Saif Ali Khan: করিনার প্রাক্তন এবং বর্তমানকে সামনে পেয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন শো-এর সঞ্চালক-পরিচালক-প্রযোজক করণ জোহার। তাঁদের সরাসরি জিজ্ঞেস করেছিলেন, "করিনা ছাড়া তোমাদের মধ্যে আর কোন জিনিসটা কমন?"
প্রাক্তন প্রেমিকের সঙ্গে যদি কখনও বর্তমান স্বামীর দেখা হয়, বিষয়টা কেমন হতে পারে? এমনই এক মুহূর্ত ঘটে করিনা কাপুর খানকে কেন্দ্র করে। বেশ কয়েক বছর আগে করিনার প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুর এবং স্বামী সাইফ আলি খান আমন্ত্রিত হয়েছিলেন ‘কফি উইথ করণ’ টক শোতে। করিনার প্রাক্তন এবং বর্তমানকে সামনে পেয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন শো-এর সঞ্চালক-পরিচালক-প্রযোজক করণ জোহার। তাঁদের সরাসরি জিজ্ঞেস করেছিলেন, “করিনা ছাড়া তোমাদের মধ্যে আর কোন জিনিসটা কমন?”
এই প্রশ্নটিকে হেসে ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন সইফ। বলেছিলেন, “করিনা এবং শহিদের সম্পর্ক ভেঙেছে অনেক বছর আগে। সেই মধ্যযুগে।” টক শো-এ উপস্থিত অভিনেত্রী (বর্তমানে তিনি সাংসদও) কঙ্গনা রানাওয়াত সইফের জবাব শুনে খুব হেসেছিলেন। সইফ তারপর বলেছিলেন, “শাহিদ অত্যন্ত ভাল মানুষ। তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই খুশি হয়েছি।” শো চলাকালীনই শাহিদকে তাঁর সন্তান জন্মের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন সইফ। একইভাবে শাহিদ পাল্টা শুভেচ্ছা জানিয়েছিলেন সইফকেও।
করিনা কাপুর খানের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন শাহিদ কাপুর। ‘জব উই মেট’ ছবি মুক্তির পর তাঁদের সম্পর্ক ভাঙে। তারপর সইফ আলি খানের সঙ্গে সম্পর্ক তৈরি হয় করিনার এবং তাঁকেই বিয়ে করেন সইফ। নবাব পরিবারে বিয়ে হওয়ার পর দুই পুত্র সন্তানের জননী হয়েছেন করিনা। অন্যদিকে ইন্ডাস্ট্রির বাইরের মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেছেন শাহিদ। তিনি অভিনেত্রী নন। তাঁরও দুই সন্তান। দু’জনেই নিজেদের জীবন গুছিয়ে নিয়েছেন।