শুটিংয়ে সৌরভ কি এক টেকে শট ওকে করে দিতে পারেন? রহস্য ফাঁস করলেন ইউটিউবার

Sourav-Unmesh: মাঠের মধ্যে বাপি বাড়ি যা। আর মাঠের বাইরেও দাদাগিরি কিছু কম করেন না প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলা থেকে অবসরের পরপরই সঞ্চালনায় মন বসিয়েছিলেন সৌরভ। 'দাদাগিরি' গেম শোতে অংশ নিতে শুরু করেন তিনি। তিনিই সেই গেম শোয়ের সঞ্চালক এবং তাতে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি তাঁকে নিয়ে মুখ খুলেছেন এক জনপ্রিয় ইউটিউবার।

শুটিংয়ে সৌরভ কি এক টেকে শট ওকে করে দিতে পারেন? রহস্য ফাঁস করলেন ইউটিউবার
সৌরভ এবং উন্মেষ।
Follow Us:
| Updated on: Jan 30, 2024 | 10:41 AM

‘দাদাগিরি’র মঞ্চে সঞ্চালনা করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়। সকলে বলেছিলেন, অভিনয় জগতের মানুষ না হয়েও এমন স্বতঃস্ফূর্ত সঞ্চালনা মুগ্ধ করার মতো। আচ্ছা, সৌরভ কি এক টেকেই শট ওকে করে দিতে পারেন? নাকি তাঁকে বারবারই শট নিতে হয়? খোঁজ নিল TV9 বাংলা।

সম্প্রতি বাঙালি ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্যায়কে (বাঁকুড়া মিমসের ক্রিয়েটার) সঙ্গে নিয়ে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন সৌরভ। প্রিয় ক্রিকেট তারকাকে চোখের সামনে দেখে বাক্যহারা উন্মেষ ভেবেই পাচ্ছিলেন না কী করবেন। বলেছেন, “আমার জন্য ফ্যানবয় মুহূর্ত ছিল। মানুষটাকে তো আমি ছোট থেকেই আইডলাইজ় করছি। সেই মানুষটা যদি চোখের সামনেই বসে থাকেন, হাঁটা চলা করতে থাকেন, কেমন লাগে… অবাক! আমিও সারাটাক্ষণ সেটে খুব অবাক হয়েই ছিলাম।”

এরপর উন্মেষ বলেন, “দাদা খুবই স্মার্ট। ভীষণ-ভীষণ সাবলীল একজন মানুষ। দেখে মনে হবে পেশাদার অভিনেতা। গটগট করে হেঁটে আসেন অসম্ভব স্মার্টনেস নিয়ে। তারপর ক্যামেরা অন হতেই… এক টেকে ওকে।” সৌরভের সঙ্গে বিজ্ঞাপনে অভিনয় করতে-করতে উন্মেষের কপাল থেকে ঘাম বেরিয়ে যায়। অত বড় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করা তো চাট্টিখানি কথা নয়। বলেন, “দাদার কোনও এনজি হয়নি। কিন্তু আমার হয়েছে…”। তাতে সৌরভ নাকি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে বলেছিলেন, “চলো চলো হবে। আর একটা টেক নাও। আমি রেডি…”

এই না হলে দাদা…