Viral News: ভাইরাল হওয়া মন্নতের নতুন নেমপ্লেট ডিজাইন করলেন খোদ গৌরী, নিলেন মোটা অঙ্কের টাকাও
Gauri Khan: খোদ বাড়ির মালকিন যখন তৈরি করেছেন মন্নতের নেমপ্লেট, তখন অভিযোগের কোনও জায়গাই থাকে না।

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে শাহরুখ খানের (Shah Rukh Khan) নাম সবার উপরে। কারণ একটাই, তাঁর সাধের মন্নত। যে বাড়ির সঙ্গে হাজার হাজার ভক্তের আবেগ জড়িয়ে রয়েছে। বাড়ি যখন কিং খানের তখন তা নিয়ে ভক্তদের মনে নস্ট্য়ালজিয়া থাকতে না তা তো হয় না। আর তাই এবার মন্নতের নেমপ্লেট পাল্টে যাওয়ায় একের পর এক ছবি নেট দুনিয়ায় হয়ে উঠল ভাইরাল। কখনও সামনে এলো পুরোনো নেমপ্লেটের ছবি, কখনও আবার নতুন ছবি জুড়ে উত্তেজনা। দীর্ঘদিন ধরে মন্নতের সামনে থাকা নেমপ্লেটের সঙ্গে ভক্তদের দীর্ঘ সম্পর্ক, রয়েছে একাধিক ছবিও, তবে সেই কালো ফলোকের ওপর লেখা মন্নত ল্যান্ডস এন্ড আর নেই।
এবার পাল্টে গেল ফ্রন্ট, পাল্টে গেল রঙ, পাল্টে গেল লেখার স্টাইল। ফটকে পাশে লম্বা করে লেখা মন্নত দেখে কেউ কেউ ভাবলেন পুরোনো মন্নতের নেমপ্লেটই ছিল ভাল, কেউ কেউ হতাশ হলেন এই ভেবে যে কেন পুরোনো মন্নতের নেমপ্লেটের সঙ্গে কোনও ছবি থাকল না তাঁদের। শাহরুখ খান ভক্ত বলে কথা, তাই মন্নত তাঁদের কাছে ভীষণই স্পর্শকাতর বিষয়। যদিও খোদ বাড়ির মালকিন যখন তৈরি করেছেন মন্নতের নেমপ্লেট, তখন অভিযোগের কোনও জায়গাই থাকে না। গৌরী খান পেশাগত দিক থেকে একজন ডিজাইনার, সেলেব মহলে প্রচুর কাজ রয়েছে তাঁর, ভাল কিছু ডিজাইন করতে বারে বারে ডাক আসে তাঁর। সেই সেলেব ডিজাইনারই এবার সিদ্ধান্ত নিয়ে পাল্টে ফেললেন মন্নতের মূল ফটকের পাশে লেখা নেমপ্লেট।
Which was the name plate you saw when you first visited Mannat?#Mannat#ShahRukhKhan? pic.twitter.com/GOk0NwG88I
— Srk_ Bangalore (@SRKBangalore1) April 23, 2022
তবে না, বাড়ির সদস্য তৈরি করছে বলেই যে তা বিনামূল্যে তৈরি হবে, এমনটা নয়। কারণ গৌরী খান এই নেট প্লেট তৈরি করতে মোটের ওপর পকেটে পুরলেন ২০ লক্ষ টাকা। সম্প্রতি এই খবর নেট দুনিয়ায় ভাইরাল। ২০ লক্ষ টাকা দিয়ে নেমপ্লেট তৈরি করে বদল ঘটল কেবলমাত্র একটি এপস্টপি এস-এর। আগের ল্যান্ডস এ ছিল না কোনও এপস্টপি এস, এবার তা যুক্ত হল, পাশাপাশি পাল্টানো ব্যাকগ্রাউন্ডের রঙও।
আরও পড়ুন- Shocking Facts: রাতভর বিছানায় সানিকে চেপে ধরে রাখল কে, শরীরে শক্তি ফিরতেই চিৎকার করে ওঠেন সানি
আরও পড়ুন- Viral Video: সিঁদুর-মঙ্গলসূত্র কোথায়! নববধূ আলিয়ার ফাঁকা সিঁথি দেখে চোখ রাঙানি নেটদুনিয়ার
আরও পড়ুন- Relationship Tips: প্রেমে প্রতারণার শিকার! নিজেকে সামলাবেন কীভাবে ভাবছেন, পাশেই রয়েছেন শাহরুখ





