পরিচালক-অভিনেতা মহেশ মঞ্জেরেকরকে এবার ‘কাস্ট’ করতে চান পরিচালক ডন লি

ডন লি মূলত অ্যাকশনধর্মী ছবি বানান। কীভাবে আলাপ হল লি-মহেশের? মহেশ এই মুহূর্তে ওয়ার-ড্রামা ওয়েব সিরিজ বানাচ্ছেন। এই ওয়েব সিরিজে যুক্ত আছেন ডন লি-ও। সেখান থেকেই দু’জনের পরিচয়।

পরিচালক-অভিনেতা মহেশ মঞ্জেরেকরকে এবার ‘কাস্ট’ করতে চান পরিচালক ডন লি
মহেশ মঞ্জেরেকর
Follow Us:
| Updated on: Feb 24, 2021 | 5:41 PM

আন্তর্জাতিক পরিচালক ডন লি এবার নিজের ছবিতে ‘কাস্ট’ করতে চান পরিচালক-অভিনেতা মহেশ মঞ্জেরেকরকে। ডন লি মূলত অ্যাকশনধর্মী ছবি বানান। নতুন ছবিও তার ব্যতিক্রম নয়। এই ছবিতেই গ্যাংস্টারের ভূমিকায় মহেশকে ভেবেছেন তিনি।

কীভাবে আলাপ হল লি-মহেশের? মহেশ এই মুহূর্তে ওয়ার-ড্রামা ওয়েব সিরিজ ‘১৯৬২: দ্য ওয়ার ইন দ্য হিলস’পরিচালনা করছেন। ১০ টা এপিসোডের এই সিরিজে অভিনয় করেছেন অভয় দেওল, মাহি গিল এবং আরও অনেকে। এই ওয়েব সিরিজে যুক্ত আছেন ডন লি-ও। সেখান থেকেই দু’জনের পরিচয়। একসঙ্গে কাজ করতে গিয়ে দারুণ বোঝাপড়া তৈরি হয়েছে দুই পরিচালকের। ডন লি এতটাই মোহিত যে তিনি তাঁর পরের ছবিতে মহেশকে কাস্ট করতে চান।

একটি সাক্ষাৎকারে ডন লি জানিয়েছেন মহেশ একজন জিনিয়াস। তিনি একজন মুশকিল আসানও। ডন খুব মজা করে মহেশের সঙ্গে কাজ করেছেন। এবার তিনি মহেশকে পরিচালনা করতে চান। ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহেশের মত মানুষ উনি খুব কম দেখেছেন। এমনকী মহেশের থেকে তিনি অনেক কিছু শিখেওছেন।

আরও পড়ুন :আর কিছুক্ষণের অপেক্ষা! আজ জয়ললিতার জন্মদিনে বড় খবর দিতে চলেছে টিম ‘থালাইভি’

শুটিং চলাকালীন লি-মহেশ সিনেমা নিয়ে অনেক গল্প করতেন। গল্প করতে করতেই দু’জনে ফের একসঙ্গে কাজ করার পরিকল্পনা করেন। লি ‘স্ট্রার ট্রেক বিয়ন্ড’ -এর মত জনপ্রিয় ছবির স্টান্ট সামলেছিলেন।