বিদেশের অ্যাওয়ার্ড শো’তে ভুল ভাবে উচ্চারিত হল ইরফান খানের নাম! নেটপাড়ায় সমালোচনার ঝড়

ইরফান ছাড়াও ওই মঞ্চে মরণোত্তর সম্মান জানান হয় হলিউড অভিনেতা কিরক ডগলাস, গত বছর ফেব্রুয়ারিতে ১০৩ বছরে মারা গিয়েছিলেন। সম্মান জানান হয়, ব্ল্যাক প্যান্থার স্টার চাডউইক বোসম্যানকেও।

বিদেশের অ্যাওয়ার্ড শো'তে ভুল ভাবে উচ্চারিত হল ইরফান খানের নাম! নেটপাড়ায় সমালোচনার ঝড়
ইরফান খান।
Follow Us:
| Updated on: Mar 27, 2021 | 3:47 PM

বিদেশের অ্যাওয়ার্ড শো’তে ভুল ভাবে উচ্চারিত হল অভিনেতা ইরফান খানের নাম। নেটজুড়ে বিস্তর সমালোচনা।

পিজিএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযোজনা গিল্ডের তরফে ইরফানকে হলিউডে তাঁর অনবদ্য অবদানের জন্য ‘ইন মেমোরিয়াম’ বিভাগে মরণোত্তর সম্মান প্রদান করা হয়। কিন্তু পুরস্কার প্রদানের সময়েই ইরফান খান না উচ্চারিত করে প্রয়াত অভিনেতাকে ডাকা হয় ‘ইরিফ খান’ বলে। পরে যদিও তা সংশোধন করা হয়। কিন্তু নিন্দা থামছে না। সম্মান জানানোর মঞ্চে কী করে এক অভিনেতার নাম এভাবে ভুল উচ্চারণ করা হয়, প্রশ্ন তুলেছেন অনেকেই।

ইরফান ছাড়াও ওই মঞ্চে মরণোত্তর সম্মান জানান হয় হলিউড অভিনেতা কিরক ডগলাস, গত বছর ফেব্রুয়ারিতে ১০৩ বছরে মারা গিয়েছিলেন। সম্মান জানান হয়, ব্ল্যাক প্যান্থার স্টার চাডউইক বোসম্যানকেও। গত বছর অগস্ট মাসে মাত্র ৪৩ বছর বয়সে ক্যানসারের কাছে পরাজিত হয়েছিলেন চাডউইক।

 

 

View this post on Instagram

 

A post shared by Irrfan (@irrfan)

হলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ইরফান। ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘অ্যামেজিং স্পাইডার ম্যান’, ‘লাইফ অব পাই’-এর মতো ব্লকবাস্টারে দেখা গিয়েছে তাঁকে।

২৯ এপ্রিল, ২০২০। মারা যান অভিনেতা ইরফান খান। ক্যানসারে সঙ্গে দীর্ঘ যুদ্ধে জয়ী হয় মারণরোগ। মৃত্যুর প্রায় এক বছর পরেও স্ত্রী সুতপা এবং ছেলে বাবিলের সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই ইরফান। ইরফানের মৃত্যুর এক মাস পরে ফেসবুকে এক পোস্টে সুতপা লিখেছিলেন, “ঠিক ভুলের সংজ্ঞার বাইরে বেরিয়ে যে এক সুবিস্তৃত মাঠ রয়েছে সেখানেই ইরফানের জন্য অপেক্ষায় রয়েছি। দেখা হবে, কথা হবে…অপেক্ষা শুধু সময়ের”। লেখনিতে ফুটে উঠেছিল ইরফানকে হারানোর যন্ত্রণা। যে যন্ত্রণার তল নেই। ওঁরা দু’জন ছাড়া যার হদিশ কেউ পাবে না কোনওদিন।