ফের জুটি বাঁধছেন পরিচালক শ্রীরাম রাঘবন এবং বরুণ ধাওয়ান, ‘এক্কিস’ ফ্লোরে যাচ্ছে এই বছরের শেষে

বরুণ ধাওয়ান এই মুহুর্তে পরিচালক অমর কৌশিকের ‘ভেড়িয়া’-র শুটিং নিয়ে ব্যস্ত। ‘ভেড়িয়া’-র শুটিং শেষ করে বরুণ ‘এক্কিস’-এর জন্য তৈরি হবেন।

ফের জুটি বাঁধছেন পরিচালক শ্রীরাম রাঘবন এবং বরুণ ধাওয়ান, ‘এক্কিস’ ফ্লোরে যাচ্ছে এই বছরের শেষে
বরুণ-রাঘবন
Follow Us:
| Updated on: Mar 27, 2021 | 7:32 PM

‘বদলাপুর’-এর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক শ্রীরাম রাঘবন এবং বরুণ ধাওয়ান। ছবির নাম ‘এক্কিস’। সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ খিটারপালের জীবনী নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। ছবির প্রযোজক দিনেশ বিজন। এই তিন জনে মিলেই তৈরি করেছিলেন ‘বদলাপুর’ । ফের তিন জনে জুটি বেঁধে তৈরি করছেন ‘এক্কিস’।

২১ বছরের সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ খিটারপাল ছিলেন বীর সেনাপতি। পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধে অসীম সাহসের পরিচয় দিয়েছিলেন তিনি। নিজের প্রাণ অবধি বিসর্জন দিয়েছেন। বীরগাথায় তাঁর নাম জ্বল জ্বল করবে। তাঁকে ভারত সরকার মরণোত্তর ‘পরম বীর চক্র’  দিয়েছে। এ-হেন খিটারপালের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা মোটেই সহজ কাজ নয়। তারওপর এই ছবি পরিচালনা করছেন শ্রীরাম রাঘবনের মত খুঁতখুঁতে পরিচালক। পর্দায় অরুণ খিটারপালের জীবনী তুলে ধুরতে তিনি প্রচুর রিসার্চ করেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষে শুরু হবে শুটিং।

View this post on Instagram

A post shared by VarunDhawan (@varundvn)

বরুণ ধাওয়ান এই মুহুর্তে পরিচালক অমর কৌশিকের ‘ভেড়িয়া’-র শুটিং নিয়ে ব্যস্ত। গোটা টিম সদ্যই অরুণাচল প্রদেশ থেকে শুটিং করে ফিরেছেন। এই ছবিতে বরুণের বিপরীতে আছেন কৃতি শ্যানন। প্রযোজক জানিয়েছেন ‘ভেড়িয়া’-র শুটিং শেষ করে বরুণ ‘এক্কিস’-এর জন্য তৈরি হবেন। অরুণ খিটারপালের চরিত্রে অভিনয় করছেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর চরিত্রকে ফুটিয়ে তুলতে যথেষ্ট কসরত করতে হবে বরুণকে। প্রযোজক আরও জানিয়েছেন নিজের প্রস্তুতির জন্য বরুণ আড়াই থেকে তিন মাস সময় চেয়েছেন। এরপরেই তিনি শুটিং শুরু করবেন। পরিচালক এবং প্রযোজক দু’জনেই বরুণকে এই সময়টুকু দিতে চান। হাতে কিছুটা সময় নিয়েই বছরের শেষে ‘এক্কিস’-এর শুটিং শুরু করতে চান প্রযোজক।

আরও পড়ুন:১৩ বছর পর ‘প্রিয়’র কাছে ফিরতে ব্যাকুল হয়ে উঠছেন অভিষেক