‘ফাইটার’ মুক্তির আগেই বিপত্তি, দীপিকার সঙ্গে বিবাদ? প্রশ্নের মুখে হৃত্বিকের ছবি
Fighter Controversy: গত কয়েক বছরে একাধিকবার চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল সেই খবর। এবার অন্যসুর তাঁকে কেন্দ্র করে। শোনা যাচ্ছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে বাড়ছে তাঁর দূরত্ব।

২০২৩ সাল, শুরুটা যেভাবে পাঠান ঝড় দিয়ে শুরু হয়েছিল, ঠিক তেমনই আবার ২০২৪ সালের শুরুতে দেখা গেল অন্য ছবি। এবার তালিকায় শাহরুখ খানের বদলে জায়গা করে নিলেন হৃত্বিক রোশন। বিপরীতে সেই দীপিকা পাড়ুকোন। পাঠান ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন তিনি। এবার সকলকে তাক লাগিয়ে দিলেন হৃত্বিকের বিপরীতে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলক। গানের প্রতিটা দৃশ্যই বেজায় চর্চিত। তবে এবার চর্চার কেন্দ্রে অন্য খবর। যা রীতিমত ঝড় তুলে দিল সোশ্যাল মিডিয়ার পাতায়। যার কেন্দ্রে আবারও ঘুরে ফিরে সেই একটাই নাম দীপিকা পাড়ুকোন। গত কয়েক বছরে একাধিকবার চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল সেই খবর। এবার অন্যসুর তাঁকে কেন্দ্র করে। শোনা যাচ্ছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে বাড়ছে তাঁর দূরত্ব।
অর্থাৎ হঠাৎ নেটপাড়া আবিষ্কার করে বসে সিদ্ধান্ত আনন্দ নাকি ফলো করছেন না দীপিকা পাড়ুকোনকে। সেই কারণেই শোনা যাচ্ছে ছবি নিয়ে বিপত্তির আশঙ্কা। যদি সত্যি দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিবাদ লেগে থাকে, তবে তিনি ছবির প্রচার থেকে সরে দাঁড়াতে পারেন। অনেকেই প্রশ্ন তোলেন তবে কী শেষ মুহূর্তে টিমের পাশ থেকে সরে যেতে চলেছেন তিনি?
একদিকে যেমন এই প্রশ্নগুলো ঝড় তুলেছে ঠিক তেমনই আবার অন্য শ্রেণির প্রশ্ন আদপে কি সিদ্ধার্থ আনন্দ দীপিকাকে কোনওদিন ফলো করতেন? কেউ প্রশ্ন করলেন সিদ্ধার্থ তাঁর ছবির কোনও অভিনেত্রীকে কি আদপে ফলো করে থাকেন? সব মিলিয়ে ছবি মুক্তির আগে অন্দরমহলের ছবিটা যে খুব একটা সুখকর হয়, তা অনুমান করে নিচ্ছে এক শ্রেণি। যদিও সত্যিটা কী, তার উত্তর সময় দেবে। এখন ছবি মুক্তির অপেক্ষা মাত্র।





