৫০-এ মা হচ্ছেন মালাইকা? ছবি সামনে আসতেই শোরগোল নেটপাড়ায়
Bollywood Gossip: তাঁরা সম্পর্কে রয়েছেন, লিভইন করছেন, কোনও খবরই চেপে যাননি। তবে বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায় না তাঁকে। তবে মালাইকার যে সন্তান নেওয়ার ইচ্ছে রয়েছে তা অতীতে একাধিকবার স্পষ্ট করে দিয়েছিলেন।
মালাইকা আরোরা, কেরিয়ারের শুরু থেকেই দাপটের সঙ্গে বলিউডে রাজত্ব করেছেন তিনি। তবে অভিনয় জগতে ততটা নয়, যতটা তিনি আইটেম ডান্সার কিংবা মডেলিং জগতে প্রতিষ্ঠিত হয়েছেন। একের পর এক পোজ়ে ভাইরাল হওয়া বোল্ড মালাইকার বয়স যেন থমকে। তাঁকে নিয়ে নানা জনের নানা মত। আরবাজ খানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে জড়িয়ে পড়ার খবর এসেছে সামনে আসতেই তা নিয়ে চর্চা তুঙ্গে। তাঁরা সম্পর্কে রয়েছেন, লিভইন করছেন, কোনও খবরই চেপে যাননি। তবে বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায় না তাঁকে। তবে মালাইকার যে সন্তান নেওয়ার ইচ্ছে রয়েছে তা অতীতে একাধিকবার স্পষ্ট করে দিয়েছিলেন।
মালাইকা আরোরা, বরাবরই ট্রোলিং-এর কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন এই সেলেব। কটাক্ষের শিকারও হতে হয়েছে তাঁকে বহুবার। জিম লুকে বারে বারে ভাইরাল অভিনেত্রী তথা মডেল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো ভাইরাল। তাই বলে এ কোন খবর সামনে উঠে আসতে দেখা গেল? মা হতে চলেছেন মালাইকা? ফিগার মেইনটেইন করা সেলবের এবার সামান্য বেলিফ্যাটই হলো কাল। যে পোশাকে তিনি সামনে এলেন, তাতে পেটের অংশ ফুলে থাকার কারণেই এই জল্পনা।
অতীতে এমনই এক খবর সামনে আসতেই এবার মুখ খুলেছিলেন প্রেমিক অর্জুন কাপুর। অর্জুন কাপুর খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন- এটা নিম্নমানের। এটা মিথ্যাচার। ভুয়ো খবর। সাংবাদিকরা এই ধরনের খবর নিত্য লিখে চলেছেন। কিছু না বলে বলে পার পেয়ে যাচ্ছে মিডিয়া হাউসগুলো। এটা চলতে পারে না। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে খেলার সাহস দেখাবেন না। সেবার আরও একবার অর্জুন কাপুর প্রমাণ করেছিলেন, মালাইকা আরোরা ঠিক কতটা পারফেক্ট তাঁর জন্য। অর্জুনের কথায়, তিনি নিজের মতো করে মালাইকার সঙ্গে থাকতে পারেন। মালাইকা কোনও বিষয় নিজের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দেন না।